নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
তুমি যদি সাড়া না দাও বন্ধু
বলবো না আর কিছু কোন দিন
আমার মনের কথা না বুঝো যদি
ধরে নিবো আমি ব্যর্থ ও দীন
আমার আচরণ তোমাকে যদি
না দেখায় আমার নদী তবে
বলবো না আর কিছু কোন দিন
আমার ভালোবাসা রেখে দিবো
বিনিময়ে আর কিছু চাইবো না
তোমাকে আর কিছু বলবো না
আমার কষ্ট যদি দাগনা কাটে
তোমার হৃদয় যদি একটুও না গলে
আমার ভালোবাসা ফেলো দিব
বুড়ি গঙ্গা নদীর দুষিত জলে
ভালো থেকো বন্ধু ভালো থেকো
বলবোনা আর কিছু কোন দিন
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২১ দুপুর ১:০৪
ফড়িং-অনু বলেছেন: আবেগমগয় কবিতা।