নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

লকডাউন ভাবনা ০২

০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

লকডাউন আমাদের জন্য একটা কমন শব্দ। মাঝে মাঝে শুনি আর দেখি। কঠিন কঠিন বাণি, নির্দেশনা মানি আর না মানি।

এতে আসলে কতোটুকু লাভ হচ্ছে কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। নিচের চীত্রটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। এরপরে ও কর্তৃপক্ষ শুধু লকডাউন দিবে।আচ্ছা এতো লোক যদিএক জায়গায় থাকতে পারে তবে স্কুল কলেজ, ব্যবসাপ্রতিষ্ঠান চালুথাকলে সমস্যা কি?
দেখুন এতো লোক একজায়গায় হচ্ছে, এখন কর্তৃপক্ষ কোথায়!

আমাদের তরুণ তরুণীদের ভবিষ্যৎ কি?
নাম মাত্র লকডাউনে কি সুফল আসছে বা আসবে?
লকডাউন এবং করোণা নিয়ে প্রশিক্ষণ ও ক্যাম্পেইন নেই।
নেই হেল্প এন্ড ইমার্জেন্সি রেস্কিউ রিস্পন্স সার্ভিস।

তাহলে সমস্যার সমাধান কিসে?



লকডাউন ভাবনা ০১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

ফুয়াদের বাপ বলেছেন: লকডাউন!!! চলছে লকডাউন!!!
বড়লাটরা ঘরে দেখে মুভি
আর, পথশিশুর বুকে-পেটে
ছুটছে ক্ষুধার আগুন।

লকডাউন!!! চলছে লকডাউন!!!
সরকারী কর্মীর নাকে তেল-চোখে ঘুম
অন্যদের ঘুম-আরাম-হারাম
হেঁটে হেঁটেই চাকরী বাঁচান।

লকডাউন!!! চলছে লকডাউন!!!
কলকারখানা-গার্মেন্টস চালু
শিশুকানন-বিদ্যালয় বন্ধ
যেন ওখানেই করোনার ফাগুন।

লকডাউন!!! চলছে লাকডাউন!!!
উচ্চবিত্ত বিশ্রামে কাটায় দিন
মধ্যেবিত্ত অর্থে হিসেব কষে
নিন্মবিত্ত কর্মহীন তালু হুতাশন।

০১ লা জুলাই, ২০২১ রাত ১১:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর কবিতা কবি...

২| ০১ লা জুলাই, ২০২১ রাত ১০:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যদিও আজ বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিন ঢাকায় বেশ কঠোরভাবে পালিত হয়েছে ।
তবে এরমধ্যেই করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।
২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন!!

০১ লা জুলাই, ২০২১ রাত ১১:০২

সামিউল ইসলাম বাবু বলেছেন: নিচের এই ছবিটা দেখুন। এর জন্য দায়ি কে এবং দায়ভার কে নিবে?
কেনো এদেরকে এভাবে ছাড়া হলো?
কেনো সু নির্দোষ নীতিমালা করা হলো না?
এরকম হাজারো প্রশ্নের উত্তর কে দিবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.