নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

৯/১১ পরবর্তী বিশ্ব পরিস্থিতি

১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০১


১১ সেপ্টেম্বর আধুনিক বিশ্বের এক কল্কিত দিন। বিনা অপরাধে ৩ হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। সব চেয়ে বড় কথা এই হামলার পিছনে কে বা কারা আছে তা বিচার বিবেচনা না করেই দুইটা স্বাধীন দেশে হামলা চালিয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করা হয়। যা কোন সুস্থ বিবেকবান মানুষ সমর্থন করতে পারেনা।

√আমেরিকার মতো এতো টেকনোলজি সমৃদ্ধ দেশে কিভাবে ৪টি বিমান ছিন্তায় হয় এটা বুঝে আসে না। ১টা বিমান ছিন্তায় হলেইতো ১৪৪ ধারা জারি হওয়ার কাথা। কিন্তু হয়েছিল কি?
√একটা হামলা হলো আর কোন বিচার বিবেচনা না করেই হামলা। এটা কি কোন সভ্য দেশের আইনে সম্ভব?
√অদৃশ্য ইশারায় ঐ দিন একটা শ্রেণির মানুষ সবায় অনুপস্থিত ছিল। এটা কিভাবে হলো?

☑ আপনি যদি কোন অপরাধ করেন। সেটা যদি কোন মানুষের আদালতে বিচার নাও হয়। মনে রাখবেন আল্লাহর আদালতে এর কোন মাফ হবে না। আল্লাহ তায়ালা হিসাব গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত কঠোর।

আর অত্যাচারীত মানুষের কথা আল্লাহ সবচেয়ে বেশি গ্রহণ করেন।তাই অত্মাচার করতে নেই। ধরা খেয়ে যেতে হবে।
পৃথিবীর ইতিহাসে অনেক ক্ষমতাধর ব্যক্তি ও জনপদ ধ্বংস হয়েগেছে শুধু মাত্র অত্মাচার করার কারণে...

এরকম দিন পৃথিবীতে আর ফিরে না আসুক। মানবতা মানবাধিকার সর্বত্র সুপ্রতিষ্ঠিত হোক আজকের এই দিনে এই কামনা রইলো।
ঘটনার সংক্ষিপ্ত ভিডিওঃ 9/11 এর ঘটনা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২০

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আল্লাহ্‌তায়ালা হিসাব গ্রহণে অত্যন্ত কঠোর।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৬

বিবেকহীন জ্ঞানি বলেছেন: আচ্ছা বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.