নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

চলার পথে সওয়াব অর্জনের কিছু শর্টকাট আইডিয়া

০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:১০

চলার পথে সওয়াব অর্জনের কিছু শর্টকাট অথচ ফলপ্রসূ আইডিয়াঃ

১. প্রতিদিন কমপক্ষে ২ টাকা সদকা দিন।

২. ফেইসবুকে অনর্থক সময় নষ্ট না করে জিকিরের পোস্ট দিতে পারেন এবং অবশ্যই শুদ্ধ উচ্চারণে। পাশাপাশি দাওয়াহ’র কাজ করতে পারেন।

৩. বাসার সিঁড়িতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখে সাঁটাতে পারেন। সবাই যখন পড়বে তখন আপনিও সওয়াব পাবেন।

৪. চলার পথে সবাইকে সালাম দিবেন।

৫. পথের কাঁটা বা পাথরের টুকরো সরিয়ে দিন।

৬. কোন বুড়ো বা অন্ধ বা প্রতিবন্ধী দেখলে রাস্তা পার করে দিন।

৭. যত নির্মাণাধীন নতুন মসজিদ বা মাদ্রাসা দেখবেন কমপক্ষে ১০ টাকা দিয়ে শরীক হবেন। যতদিন নামাজ, কুরআন তেলাওয়াত বা জিকির হবে সওয়াব পেতে থাকবেন।

৮. সম্ভব হলে একজন এতিমের দায়িত্ব নিবেন। বিশেষ করে যদি হাফিজে কুরআন বানাতে পারেন তবে সাদকায়ে জারিয়ার অফুরন্ত সুযোগ।

৯. মা-বাবার প্রতি কিছু দায়িত্ব পালন করবেন।
অজুর পানির ব্যবস্থা করে দিবেন, রাতে মশারী টাঙিয়ে দিবেন, সুবিধা অসুবিধা জিজ্ঞেস করবেন, বৃদ্ধ হলে কিছু হাতখরচ দিবেন।

১০. সবাইকে ১ মিনিটে একটা হাদিস বা দ্বীনি কথা শুনাবেন। প্রথমবারে সর্বোচ্চ দুই মিনিট এর বেশী নয়। নাহলে পরে আপনাকে দেখলে পালাবে।

Collected

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পরামর্শ

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ আপু

শুভেচ্ছা নিরন্তর

২| ০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: শর্টকাটে সুন্দর পরামর্শ...

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা নিরন্তর

৩| ০১ লা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শর্টকাট আইডিয়ার জন্য ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও ধন্যবাদ পাঠ করেছেন জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা নিরন্তর

৪| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: সওয়াব আমার দরকার নাই। তবে এরকম কাজ আমি সব সময় করি। মানবিক দিক থেকে।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: জেনে ভালোলাগলো আপনি সমাজিক কাজ করেন।
মানবিক মানুষ হিসেবে, আমাদের ভালোকাজ করা উচিৎ।

তবে, সওয়াবের দরকার নেই এই কথাটির সাথে একমত হতে পারলাম না।

ভালো থাকবেন সবসময়

৫| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১০:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,৭,১০সব মানুষের জন্য প্রযোজ্য না।

০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালো লাগলো।

এখানে সব মানুষের জন্য কথা বলা হয়নি।

শুভেচ্ছা নিরন্তর

৬| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

কাতিআশা বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ!

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন

৭| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ১২:২৭

শূন্য সারমর্ম বলেছেন:

১-১০ পালন করার মত একজন মানুষও নেই এই বাংলাদেশে।

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: তবে একটু সদিচ্ছা থাকলে কিন্তু সম্ভব

৮| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



কপালে "সালাম" লিখে রাখলে কেমন হয়?

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবার কপালে কিন্তু সব সম্ভব হয়না দাদু।

শুভেচ্ছা জানবেন

৯| ০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

নাহল তরকারি বলেছেন: আজ কেউ ভালো কথায় হাশি তামাশা করে বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই বেশী বেশী ভালো কথা বলুন।

আর “
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...।”

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এই ব্লক আমাকে যা ইচ্ছা তা বলার অধিকার দিয়েছে। হোক সেটা ধর্মের কথা বা সেটা বৈজ্ঞানিক কথা।

০২ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন। ভালো লাগলো।

এলোমেলো অনেক পোস্ট করেছি। এখন গঠনমূলক কাজ করার ইচ্ছে আছে।

দোয়া প্রত্যাশি।

শুভেচ্ছা জানবেন

১০| ০২ রা নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্ট। এমনিতে এখন আমল করা কমে যাচ্ছে শর্টখাট সবার কাজে লাগুক।+++

০২ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: দোয়ার দরখাস্ত রইল।

আমি সহ আমরা সবাই যেনো এটা আমল করতে পারি।
আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.