নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ

২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩



কয়েকদিন আগে ডিজেলের দাম বাড়লো। তখন এক মুরব্বির সাথে গল্পো করছিলাম। উনি বলছিলেন, ডিজেলের দাম বাড়ায় আমার মেয়ের জামায়ের লাভ হয়েছে ১.৫০ কোটি টাকা। দুই জাহাজ তেল কিনে রেখেছিলো। এমনি ভাবে অনেক ব্যবসায়ী যারা স্টোকের ব্যবসা করেন, দাম বাড়লে তারা কোটি কোটি টাকা লাভ করেন।

আমরা যারা মধ্যবিত্ত, স্বল্প বেতনের চাকুরী করি, আমাদের কি মাসিক ইনকাম বাড়বে? বাড়বে না। যদিও বাড়ে তবে তা খুবই সামান্য। বর্তমান প্রেক্ষিতে দ্রব্যমূল্য অনেক বড়বে। বাড়বে মুদ্রাস্ফীতিও।

তবে আমরা কিভাবে চলবো?
আমাদের মতো মধ্যবিত্ত পরিবার কিভাবে চলবে?
এসব নিয়ে কেও কি ভাবে? আমার মনে হয় জনগণের সমস্যা নিয়ে ভাবা মানুষের সংখ্যা এখন অনেক কমে গেছে। আমাদের জন্য সামনে এমন আরো কঠিন সমস্যা অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে ২০২২ সালে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা আরও ভয়াবহ হবে। বিশেষ করে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আরো কঠিন হবে। আর এই সমস্যা সঠিক ভাবে মোকাবিলা করতে না পারলে আরো মূদ্রাস্ফিতি দেখা দিবে।

তবে ভবিষ্যৎ মহান আল্লাহর হাতে। দোয়া করা ছাড়া আর কোন পথ নেই। আল্লাহ তায়ালা আমাদের প্রতি রহমত করুন। আমিন

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: করোনা পরবর্তি এই কঠিন দুর্যোগের সময় তেলের মূল্য বারানো মোটেই ঠিক হয়নি। বিভিন্ন সেক্টরে এতো প্রণোদনা না দিয়ে তেলেই ভর্তুকী দিয়ে যেতো। আমাদের মতো সাধারণ জনগণ সরকারের পরোক্ষ সহায়তা পেতো।
সত্যিই সামনে আরো কঠিন সময়.....

২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ বড়ভাই

২| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯

জ্যাকেল বলেছেন: তেলের দাম বাড়ান ঠিক আছে কিন্তু বাংলাদেশে না, আমেরিকা সহ কনজুমার রাষ্ট্র যেইগুলার চোটে দুনিয়া অমনিতেই গরম হইয়া যায় তাদের দেশে। বিশ্ব উষ্ণায়নের জইন্য দায়ী ১ নম্বরে চীন, ২ নম্বরে আমেরিকা, ভারত সহ ধান্দাবাজ সরকার গুলা। বাংলাদেশে বাটপাররা দেশ চালায় তাই বিশ্ববাজারে তেলের দাম ১ টাকা হইলেও এই দেশে হইবে ১০০ টাকা, ৯০ টাকা হইলেও এই দেশে হইবে ১১০ টাকা। সবসমইয় বাড়বে কারণ বাটপারের দল নিয়ন্ত্রণ বোর্ড গুলায় বইসা আছে।

২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর বলেছেন ভাই।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


শেষ লাইনটা ঠিক আছে, ভবিষ্যত আল্লাহের হাতে; এবং দোয়া করার দরকার যাতে অর্থনীতি ভালো হয়; দোয়া করলে, অর্থমন্ত্রী ভালো বাজেট করতে পারবেন, তেলের দাম কমবে!

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: দোয়া করলে কমবে সেটা আমি বলিনি।

মানুষ কত কষ্টে আছে এটা কি কখনো বোঝার চেষ্টা করেছেন?
এমনও অনেক মানুষ আছে যারা এই সংকোটে তিন বেলা তিন মুঠো ভাত পায়নি। আমেরিকায় থেকে মানুষের কষ্ট কি বোঝবেন। পকেটে টাকা আছে-খাচ্ছেন, খুব মজায় আছেন।

ইতালির মতো দেশের প্রেসিডেন্ট এই কথা বলতে বাধ্য হয়েছেন, করণা পরিস্থিতিতে আমাদের চেষ্টা শেষ। আমাদের আর কিছু করার সাধ্য নেই। এখন ইশ্বরের সাহায্য ছাড়া আর কোন উপায় নাই। আর সেখানে আপনে কি এতো ক্ষমতাধর হয়ে গেছেনযে আমার কথা রহস্য করে উড়িয়ে দিলেন!

৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর হাতে। আমাদের হাতে কিছু নেই। আল্লাহ যা চান তাই হবে।

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। ক্লিয়ার করে বলুন

৫| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের ভাবনা আমরা না ভাবলেও চলবে।আমাদের জন্য আল্লাহ ভাবেন এবং আল্লাহ আল্লাহ করলে আমাদের রিজিক বাড়িয়ে দেন।আমাদের জন্য ভাবার এক জনকেতো পেলেন। আর চিন্তা কি তাইরে নাইরে না।

২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: Good comment

৬| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি। ক্লিয়ার করে বলুন

আল্লাহর উচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না।

২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.