নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
অনেক দিন হলো সময় করে ব্লগে আসা হয় না। ব্যস্ততায়, সময় সুযোগ ও মন মানসিকতা কোনটাই ঠিক থাকে না। তাই কমই আসা হয়। আগে কতো মানুষের আনাগোনা ছিলো, অনেক কমে গেছে এখন।
আমার এক বড় ভাই + বস, একদিন এক গল্পো বলেছিলেনঃ বড় ভাইয়ের এক বস ছিলেন, তিনি
একত্রে অনেক গুলো প্রতিষ্ঠানে কাজ করতেন। এবং সব গুলাই ভালো পারফর্মেন্স করতেন। এছাড়াও কাজ করতেন সামাজিক
বিভিন্ন প্রতিষ্ঠানে।
উনাকে একদিন প্রশ্ন করা হলো- এতো কাজ কিভাবে করেন?
প্রশ্নে উত্তরেঃ আমি যখন যে প্রতিষ্ঠানে দ্বায়িত্ব পালন করি বা কাজ করি তখন শুধু ওই প্রতিষ্ঠান নিয়ে চিন্তা করি ও কাজ করি। অন্যকোন চিন্তা মাথায় নেইনা। ফলে কাজে মননিবেশ করা সহজ হয়।
আর দৃঢ় ভাবে কোন কাজ করলে সে কাজ গল্প সময়ে অনেক কাজ করা যায়।
কিন্তু, কেইচ হলো অন্য যায়গায়। আমি ব্যক্তিগত ভাবে এটা পারছিনা। সময় নষ্ট হয়ে যাচ্ছে বেশি। অযথা সময় নষ্ট হচ্ছে, আর বেহুদা মোবাইল ব্রাউজ করাই হচ্ছে।
আসলে এভাবে আর চলা যায়না...
চিন্তা করছি পরিবর্তন হবো ইনশাআল্লাহ।
পুরাতন পাতা
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে মাঝে মাঝে লক্ষ্যচ্যুত হয়ে যায়। তাই ভাবছি ব্লগে এলোমেলো না লিখে নিজের প্রয়োজনীয় কথাগুলো লিখে রাখি। যেনো তা কাজে লাগে
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জ্যাকেল।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: যা- ই করুণ শুধু সময়ের অপচয় করবেন না। তবেই জীবনে সাফল্য আসবে।
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো দাদা।
সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। চেষ্টা করছি পরিবর্তন হওয়ার।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১
জ্যাকেল বলেছেন: অবশ্যই পরিবর্তন করা উচিত। যে কাজ করুন না কেন টেকসই/যথাযথ যত্ন নিয়ে করাই সততা, স্মার্টনেসের পরিচায়ক।