নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ৫০ বছর, প্রত্যাশা ও প্রাপ্তি

১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০২

আমরা কেনো স্বাধীনতা সংগ্রাম করেছিলাম?
উত্তরে অনেক অনেক কথা বলে ফেলবেন। কারণ সে সব ইতিহাস আমরা সবাই কম বেশি জানি।

আচ্ছা, আমরা যে জন্য দেশ স্বাধীন করি, সে সব সমস্যা কি সমাধান হয়েছে? উত্তরে বলবেন না আসলে এটা সম্ভবও নয়। তবে তার অর্ধেক সমস্যা? এর উত্তর কি বলবেন? অথবা যদি বলি ২৫শতাংশ। তাও কি সমস্যার সমাধান করতে পেরেছি? জানি এরও উত্তর দিতে পারবেন না।

তবে, সর্বশেষ শান্তনার ঢেঁকুর তুলবেন এই বলে যে, অন্তত আর যাই হোক আমরা একটা স্বাধীন ভূখন্ড পেয়েছি।

এখন দেখা যাক কোন কোন যায়গায় কি অবস্থাঃ

১) নিরাপত্তাঃ এমন নিরাপত্তায় আছেন যে বাসার সামনে থেকে গ্রেফতার হবেন আর বিনাভিসায় ভারত চলে যাবেন। যেটা পৃথিবীর একমাত্র দেশ ফিলিস্তিনে সম্ভব। এবার ভাবুন আমাদের স্বাধীনতার অর্জন টুকু।

২) অধিকারঃ অপনাকে প্রচুর অধিকার দেওয়া আছে। সেটা হলো বিশেষ কোন ব্যক্তির তেল দেওয়ার স্বাধীনতা। বিপক্ষে গেলেই খবর আছে। নিজের দলের হলেও।

৩) ভোট দেওয়া ও রাজনৈতিক অধিকারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলতঃ এই রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার আদায়ের লক্ষেই ৭১ এ প্রথম বিদ্রোহী বক্তব্য প্রদান করেন।

৪) অর্থনৈতিক অবস্থাঃ আমরা যে কত সুখে আছি এর অনেক নিদর্শন দেওয়া সম্ভব।

এভাবে, আমাদের সাংস্কৃতিক, পররাষ্ট্রনীতি, জীবনযাত্রার মান, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, আইন ও বিচার, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে কথা বললে অনেক কথা বলা যায়...

বিষয়টা নাম বল্লে চাকরি থাকবেনা মতো।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশ ও দেশের মানুষের জন্য অনেক অনেক শুভকামনা জ্ঞাপন করছি।
সাথে সাথে সকল শহীদ, বিরঙ্গনা ও যুদ্ধাহত মুক্তি যোদ্ধা এবং সকল স্তরের মুক্তি যোদ্ধাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।




মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২২ ভোর ৫:৪২

খায়রুল আহসান বলেছেন: প্রাপ্তি অনেক আছে, যদিও তা প্রত্যাশার তুলনায় অনেক কম। কিন্তু যা হারিয়েছি, তা পূরণ করতে শতাব্দী পার হবে।

২৬ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছু কষ্ট থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না..

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অপনাকে পেয়ে ভালো লাগলো অনেক।
শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.