নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
যদি ভুলে যাও চলার পথ
কাংক্ষিত মন্জিল
মনের ভুলে ফাঁদে পড়ে যাও
শয়তান খিন্জিল
জীবন পথের বাঁকে তুমি
ভ্রান্ত ছবি আঁকো
তবুও তুমি রবের পথে
মহান প্রভুকে ডাকো
শত ভুল অন্যয় আর
কত শত পাপ
ফিরে আসো যদি মহান প্রভু
করে দিবেন সব মাফ
বিবেকের দরজা কখনও যদি
কশাঘাত করে
দেরি না করে তখন তুমি
এসো ঠিক ফিরে
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ঠিক বুঝতে পারলাম না...
২| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো
শুভেচ্ছা জানবেন
৩| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: সহজ সরল ভাবনায় প্রকাশ কবি দা
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
শুভেচ্ছা নিরন্তর
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২১
সোনাগাজী বলেছেন:
মনে হচ্ছে, ডাক পেয়েছেন