নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বৃত্ত

১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৪৬



মানুষ অদ্ভুত একটা প্রাণী
নির্দিষ্ট একটা বৃত্তে যার বিচরণ
ভালো মন্দ ন্যয় অন্যয়
সুখ দুঃখ একে অপরের
প্রাধান্য বিস্তারে ব্যস্ত সারাক্ষণ

যদি ন্যয় দূর্বল চিত্তের হয়
অন্যয় বিশাল শক্তি প্রদর্শনে
কারপন্য করেনা কোনদিন

আবার কখন যদি ন্যয় বাঁধা বিপত্তি
ছিন্ন করে দাড়িয়ে যায় মহাসমরহে
অপশক্তি পালনোর পথ খোজে

এ সংসারে অমঙ্গল ধ্বংস লীলা
ভাবায় প্রতিক্ষণ সারাবেলা তবুও
ভাবুক সমাজ নির্বিক ভেবেই চলেছে
সমাধান আসেনি এই ক্ষণ

অসত্যের এ বৃত্ত ভেঙ্গে ফেলো
এসমাজে সত্যের সোনালী সূর্য
আগমনের প্রত্যাশায় প্রহার গুনে
চলেছে দিন রাত একারকার করে

ভেঙ্গে ফেলো এ সমাজের দূর্বল বৃত্ত
দীপ্ত সূর্য প্রহর গুনছে হয়ে ক্ষিপ্ত

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

শুভেচ্ছা নিরন্তর

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৮

সোবুজ বলেছেন: বৃত্ত থেকে বেরিয়ে মুক্ত হাওয়া আসতে হবে।

২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সেটাই প্রত্যাশা,

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.