নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
শুরুটা ছিলো ঘুট ঘুটে কালো অন্ধকার মেঘ। প্রচুর বৃষ্টি হচ্ছে। বসেছিলাম একাকি...
একাকিত্ব নিয়ে মনে পড়ে গেলো কয়েকটি কথাঃ
★ রাসূল (সা) একাকি ধ্যান করতেন হেরা গুহায়, দেখুন তখন পরিবেশা কেমন ছিলো! নিরব শুন শান, কোন হইহুল্লোড় নেই। নেই মোবাইল টেলিফোনের প্যারা। আর এরকম পরিবেশে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেত। তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন আল কোরআন।
★বর্তমান সময়ের এক আলোচিত ও জনপ্রিয় লেখকের কথা জানি, তিনি যখন বই লেখার ইচ্ছে করেন তখন মোবাইল বাসাই রেখে নিরুদ্দেশ হয়ে যান। ৫/৭দিন পরে বই লেখা শেষ হলে আবার ফিরে আসেন নিজ কর্মস্থল ও বাসায়।
★নিজেকে প্রতিদিন কিছুটা সময় দেওয়া উচিৎ, এবং সেটা নিরিবিলি ও একাকি। আর জীবনের হিসেব মেলানো উচিৎ, কি করছি আর কি করার ছিলো। পাওয়া না পাওয়ার হিসেব মেলানো।
★চোখবুজে একটু কল্পোনা করে দেখেন, দিন শেষে আমি বড় একা। এপৃথিবী বড় নিষ্ঠুর। কেও কারো না, কেও না; একমাত্র আল্লাহ সবচেয়ে বড় আপন।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:৫৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম, তবে ঐ সময় ঝড়ে আটকে গেছিলাম একা একা নির্জনে বসে ছিলাম। তখন এই পোষ্ট লিখি
২| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২২
ইমরোজ৭৫ বলেছেন: একা থাকাই ভালো। বিয়ের পর সঙ্গীর কাছ থেকে ভালোবাসা না পাওয়া গেলে বিয়ে না করাই ভালো।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: কথা সত্য, তবে সঙ্গী ছাড়া কি জীবন চলে?
৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫১
অধীতি বলেছেন: নিজেকে সময় দেয়া উচিত। নিজের জন্য একটা আলাদা কক্ষ রাখা উচিত।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।
কিন্তু এই ব্যস্তজীবনে সেটা কি আর হয়ে ওঠে!
৪| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: একাকিত্বের একটা আনন্দ আছে। সেটা উপভোগ করা উচিৎ।
২৩ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা আসলে এতো ব্যস্ত যে নিজেকেই ভুলে যায়
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
আপনি একা? বিয়ে টিয়ে করেননি?