নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হলো লেখাপড়া করা মানে হলো চাকুরী করা। নেই কোন সৃজনশীলতা তৈরীর উদ্যোগ। উদ্যোগ বা সেই মাপের কর্মক্ষেত্র তৈরীর উদ্যোগ।
এই প্রেক্ষিতে, আমাদের কওমী মাদ্রাসার ভাইদের টার্গেট থাকে মসজিদের ইমামতী করানো আর কলেজ ভার্সিটিতে পড়ুয়া একজন ছাত্রের টার্গেট থাকে একটা চাকরি করতে হবে।
কি চাকুরী? সরকারি চাকরি। না হলে একটা বে সরকারি চাকরি। তা না হলেও যে কোন একটা ছোট খাট চাকরি হলেই চলবে। সে ক্ষেত্রে দেখা যায় ইন্জিনিয়ারিং শেষ করেও ব্যাংকার হতে, এমবিবিএস পাশ করেও ইউএনও হতে।
লক্ষ্য যেহেতু চাকরি করা, মেধা সৃজনশীলতা ও পড়ালেখা সেখানে অর্থ হীন।
শিক্ষামন্ত্রী, পাঠ্যসূচীতে কি কি পরিবর্তন এনেছেন? শিক্ষকদের কি কি প্রশিক্ষণ ও প্রযুক্তি শিক্ষা ও কর্মমুখী শিক্ষা দিয়েছেন?
আমাদের এই শিক্ষা ব্যবস্থার আউটপুট কি?
শিক্ষামন্ত্রীর কাজ কি? বেকার প্রডাকশন দেওয়া?
ধন্যবাদ মাননীয় শিক্ষা মন্ত্রী,আপনি অনার্স মাষ্টার শেষ করা ছাত্রকেও আজ কওমী মাদ্রাসার ছাত্রদেরমতো বেকার তৈরি করতে সক্ষম হয়েছেন।
২| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাকুরী না খুঁজে নিজেকেই কিছু করতে হবে।
৩| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ১:১৫
প্রতিদিন বাংলা বলেছেন: দূরের সবকিছুই ছোট লাগে ,
কাছে গেলে বুঝা যায় বিশালত্ত্ব।
৪| ২৪ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪০
আশিকি ৪ বলেছেন: বাবু বাই চবি গুলা যেখান তেকে সংগ্রহ করেছেন তার লিংক যুক্ত করে দিন। অপ তানভির গং সুত্র ছারা ছবি বা কফি লেখা প্রকাশ যারা করে তাদের একটা তালিকা বানায় ফুষ্টু লিখসে। যেটা স্টিকি করা হবে।
৫| ২৪ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শিক্ষামন্ত্রী বলছিলেন যত্রতত্র অনার্স মাস্টার্স করার প্রতিষ্ঠানগুলো বন্ধ করবেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর গুরুত্বারোপ করবেন। সেটা হলেই মঙ্গল।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:৫২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উদ্যোক্তা হওয়াই একমাত্র সমাধান।