নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

টুপাইস বাস্তবতাঃ প্রেক্ষিত বাংলাদেশ

২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৪২


ক’দিন আগের কথা, এক ভায়ের সাথে কথা হচ্ছিলো। তার বিপদের কথা জানালোঃ

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলিবাবায়। কাস্টমস এ আটকা পড়েছিল। ছাড়াতে গিয়েছিলাম, বিশ টাকার রাজস্ব স্ট্যাম্প চাইলো পাঁচশো টাকা, অনেক কষ্টে দিলাম আড়াইশো টাকা। এরপর ভোটার আইডি আর আবেদনসহ পাঁচ নম্বর কামরা থেকে গেলাম ছয় নম্বর কামরায়।

সেরুমের মুরুব্বি বললেন, "একটু বসেন।"
এত সুন্দর আচরণ, মনে হলো অনেক ভালো লোক।
মনে হলো আর কোন চিন্তা নাই। একটু পর পিয়ন আসলে উনাকে দিয়ে আমার বক্সটা খুঁজে বের করলেন। আমাকে বললেন পাঁচ নম্বরে গিয়ে কর্মকর্তা কে ডেকে আনতে। উনি বক্স খুলে দেখবেন ভেতরে কী আছে। কর্মকর্তাকে ডেকে আনলাম, বক্স খোলা হলো। দেখে সাইন করে চলে গেলেন।
আমিও সাইন করলাম।
আমি ভাবলাম, মামলা শেষ।
একটু আগে যিনি বলেছিলেন, "আপনার কি টাকা বেশি হইছে?
কেন এদেরকে টাকা দেন? তিনিই পিয়নকে খাম্বার আড়ালে পাঠালেন।
সে বললো, "কিছু খরচাপাতি দেন।"
বললাম, " টাকা নাই আপনার বিকাশ নম্বর দেন।"
পাশ থেকে মুরুব্বি বললেন, "বিকাশে নিও না, পরে ঝামেলা হবে।"
পিয়ন চাচায় আমাকে বললেন, "মাল তো আমাদের এখান থেকে দেয়ার নিয়ম নাই,
আপনি কথা বলেন; মাল পোষ্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে।"
পাঁচ নম্বরে গেলাম, উনি বললেন, "এটা তো ড্রোন কিন্তু আমি খেলনা লিখে দিয়েছি খাতায়, তারপরও আপনি এটা পাবেন কি না নিশ্চিত হতে আমার স্যারের সাথে কথা বলতে হবে।"
আমাকে নিয়ে গেলেন উনার উর্ধ্বতনের কাছে। বড় অফিসার বললেন, "এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, আর যদি খেলনা ড্রোন হয় তবুও দেড়শো টাকার স্ট্যাম্পে মুচলেকা ছাড়া ছাড়পত্র দেয়া যাবে না।"

একটু পরে বুঝলাম যে আসলে উনাদের কিছু টাকার দরকার, কিন্তু আমাকে সরাসরি বলতে পারছেন না; আর আমিও জীবনে কখনো শিখি নাই কিভাবে টাকা অফার করতে হয়!
যাহোক, অবশেষে, ড্রোনের আশা ছেড়ে দিয়ে হোটেলে বসে খাবার খাচ্ছি, এমন সময় অচেনা নম্বর থেকে কল আসলো।

ওপাশ থেকে বললেন, "আমি আপনাকে হেল্প করতে পারবো। দেখা করেন।"

খাওয়া শেষ করে আবার গেলাম, ডাক অফিসে। পিয়ন কাকায় এগিয়ে এসে বললেন, "আপনার মাল আমি এখান থেকেই ছেড়ে দেয়ার ব্যবস্থা করতে পারবো, কিছু পয়সা কড়ি খরচ করতে হবে।"

জিজ্ঞেস করলাম, "কত?"

উনি বললেন, "বিশ হাজার।"

"এই ড্রোনের দাম কত জানেন? মাত্র সাড়ে তিন হাজার টাকা। অলরেডি গাড়িভাড়াসহ আমার আটশো টাকা খরচ হয়ে গেছে। এই সাড়ে তিন হাজারের জন্য আরও বিশ হাজার দিমু? তার চাইতে বাইরে গিয়ে বারশো টাকায় আরেকটা খেলনা ড্রোন কিনে বাসাই চলে যাই!"

"এত কমদামি ড্রোন কেউ বিদেশ থেকে আনে না, আপনি কত দিতে পারবেন?"

"একশো টাকা। সবশেষে আর দুইশো টাকা দিতে পারবো।"

চাচায় কিছুটা হতাশ হলেন কিন্তু আমার মালটাও দিলেন না।

আমি যদি এই দেশ ছেড়ে কখনো চলে যাওয়ার সুযোগ পাই, তবে অবশ্যই চলে যাবো। এবং দেশ ছাড়ার কারণ হিসেবে আজকের এই হয়রানিই যথেষ্ট।

বাস্তবতা এর চেয়েও আরো জটিল।

অনলাইন থেকে সংগৃহীত

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারী সব যায়গাতেই টুপাইসের ধান্ধার লোক আছে।

২৩ শে মে, ২০২২ রাত ১০:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবাই সরকারি চাকরিকে টাকার মেশিন ভাবে। তাই এই মেশিনের কাছে শুধু টাকা চাই...
সরকারি দল থেকে শুরু করে, সরকারি কর্মচারী সবাই টাকার ধান্দায় থাকে

২| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভদ্রলোকের পোষ্টটা দেখেছিলাম ফেসবুকে। ঐখানে দেখলাম আরও কয়েকজন তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে।

বিদেশ থেকে মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে এই অভিজ্ঞতা প্রায় সকলেরই আছে।

সৌদী থেকে কিছু পাঠানোর সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে সৌদী পোষ্ট। অনেক কম খরচে পাঠানো যায়। তবে আমাদের দেশের পোষ্ট অফিস তথা জিপিও যে কেরিক্যাচার করে তা অভাবনীয়। কেউ এক কেজি খেজুর পাঠালেও সেটাতে তারা দেখে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসছে!

২৩ শে মে, ২০২২ রাত ১০:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে এসব নিয়ে কেও কার্যকরী পদক্ষেপ নেয়না। তাই ভিক্ষুকের মতো শুধু টাকা চাই। এসব শিক্ষিত ভিক্ষুক

৩| ২৩ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের মানুষ হয়রানি হাসিমুখে মেনে নেয় তো;টাকার উপর চলে যায় উচ্চবাচ্য হয় না।

২৩ শে মে, ২০২২ রাত ১০:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: দেশের মানুষ অভিভাবকহীন এসব নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কেও নেই।

৪| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: কাস্টমস সম্পর্কে আমার নির্মম অভিজ্ঞতা আছে । লক্ষ্য করবেন সরকার বাহাদুর এখানে হাত দেয় না ।




এখন বয়স হয়ে গেছে তাই বাইরে যাবার ইচ্ছা জাগে না ।

২৩ শে মে, ২০২২ রাত ১০:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সরকার অবশ্যই সকল বিষয়ে অবগত থাকে। তবে কথা বলে না।

৫| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সরাসরি কপি করা হলে লিংক যুক্ত করে দেন।
নইলে কপি-পেস্টকারীর তালিকায় নাম উঠে যাবে।

২৩ শে মে, ২০২২ রাত ১১:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: আংশিক কপি।

কপিপোষ্টে আমি কপি লিখে দেই। সবসময়

৬| ২৩ শে মে, ২০২২ দুপুর ১:৩৯

খাঁজা বাবা বলেছেন: কোথায় যে আগেও পড়েছি লেখাটা :)

২৩ শে মে, ২০২২ রাত ১১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: জি এটা আংশিক কপি করা।

৭| ২৩ শে মে, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: এই স্বপ্নই কি দেখেছিলেন বঙ্গবন্ধু?
এটাই কি বঙ্গবন্ধুর সোঁনার বাংলাদেশ?

২৩ শে মে, ২০২২ রাত ১১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: তিতা হলেও এটাই বাস্তব সত্য কথা

৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৩:৩৯

অক্পটে বলেছেন: সৌদি পোস্টে পাঠানো ১০ কেজির কার্গো এসেছিল। বাংলাদেশের পোষ্ট অফিস থেকে ৪ হাজার টাকা দিয়ে তবেই ছাড়াতে হয়েছে। ভেতরে যা ছিল- ৪কেজি খেজুর, ২টা ম্যাঙগো ট্যাংগ ও ১ টা পাউডার মিল্ক। রোজা উপলক্ষ্যে সৌদি থেকে পাঠানো এসবে জন্য বাংলাদেশী সরকারী চোরের ৪ হাজার টাকা নিল। এটা নাকি তাদের গুদাম ভাড়া। পরে জানলাম সব কিছুর প্যামেনন্ট সৌদি থেকেই করা আছে বাংলায় কাউকে কোন কিছু দিতে হবেনা । কিন্তু কি করার আছে আমাদের দেশ মাসিক বেতন দিয়ে চোর প্রতিপালন করে।

২৯ শে মে, ২০২২ দুপুর ১:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: :(( :(( :((

৯| ২৩ শে মে, ২০২২ রাত ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আফসোস! এই দেশের ভবিষ্যত কি?

২৯ শে মে, ২০২২ দুপুর ১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিশ্চিত ভবিষ্যৎ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.