নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ইতিবাচক চিন্তা

২৫ শে মে, ২০২২ বিকাল ৫:০৬

আমরা কবে জাগবো?
জানি না।
জানার কথাও না। কারণ, সবচেয়ে, আত্মভোলা, অলস, প্রতারক এবং স্বার্থ লোভী জাতী আমরা।

জাতী হিসেবে আমাদের উদাহরণ সেই তিন সোনা চোরের মতো যারা সবাই শেষ হয় কিন্তু সোনা, সোনার জায়গাই থেকে যায়। গল্পোটা কি মনে আছে? একটু বললেই মনে পড়বেঃ

"তিন বন্ধু ছিলো যারা চুরি ডাকাতি ও খুন খারাবি করতো। একদিন বন্ধু রাস্তা দিয়ে হাটছিলো। হঠ্যাৎ চোখে পড়লো সোনার দুইটা বল। তখন সিদ্ধান্ত নিলো এটা কেড়ে নিবে। তাই তারা এর মালিক কে হত্যার প্লান নিলো এবং হত্যা করলো। সমস্যা রয়েই গেলো। লোক তিন জন সোনার বল ২টা। কি করা যায়। সমান ভাগতো সম্ভব নয়। কিন্তু তিন জনই এটা নিজের করে পেতে চাই। যার ফলাফল হিসেবে সবাই সবাইকে হত্যা করলো। কিন্তু সোনা কেওই ভোগ করতে পারলো না।"(সংক্ষেপে)

এই গল্পো আর বাংলাদেশে বর্তমান অবস্থা হুবহু এক।
এক কিভাবে?
আসুন এক নজরে একটু দেখার চেষ্টা করিঃ

➤বার বার সতর্ক করার পরেও আমার এন্টিবায়োটিক এর বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করছিনা। এর ফালফল যে করোনা থেকেও ভয়াবহ হবে সেটা আমরা জেনেও না জানার ভান ধরে আছি।
এর ফলাফল কি হতে পারে?
আপনি ক্ষমতাশীন দলে এম.পি/ মন্ত্রী তাই মাফ পেয়ে যাবেন? নাকে তে দিয়ে ঘুমান...

➤ অধিকাংশ উন্নয়ন কর্মকান্ড নিম্ন মানের কাঁচামাল দিয়ে তৈরী হচ্ছে। এতে কি হতে পারে। শুধুকি সাধারণ জনগন ক্ষতিগ্রস্ত হবে? আপনি বা সরকারি কর্মকর্তা অথবা তার সন্তানাদী মাফ পেয়ে যাবেন! কানাডায় বেগম পাড়া গড়ে তুলবেন। আহ! কি আনন্দো...

সর্বপরি, আমরা যে যাই করছি। অন্যকে ফাঁকি দিয়ে। দেশকে ধ্বংস করে। ভেবেন না আপনি ছাড় পেয়ে যাবেন। জনগনে ধোঁকা দিতে পারলেও প্রকৃতি আপনাকে ছাড় দিবে না।

আসুন, আমরা দেশ ও দেশের মানুষের কল্যানে নিজেকে পরিবর্তন করি। আগামী প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য একটা পৃথিবী রেখে যায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তা, কথা ও কাজ ইতিবাচক
হওয়া উত্তম মানসিকতার
পরিচায়ক।ইতিবসচক চিন্তা
মানুষকে সদা প্রফুল্ল রাখে।

২৯ শে মে, ২০২২ সকাল ৯:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর

২| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: করনা টিকাতো মনে হয় আগ্রহ নিয়েই সকলে নিচ্ছে!!

২৯ শে মে, ২০২২ সকাল ৯:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম

৩| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

রাজীব নুর বলেছেন: আগামীকাল যাবো বুস্টার ডোজ দিতে। মোবাইলে ম্যাসেজ এসেছে।

২৯ শে মে, ২০২২ সকাল ৯:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: গুড। আমিও ৩ মাস আগে বুস্টার নিয়েছি

৪| ২৫ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব নূর বলেছেন: আগামীকাল যাবো বুস্টার ডোজ দিতে। মোবাইলে ম্যাসেজ এসেছে।

আমার ম্যাসেজ আসবে কবে সে আশাতে বসে রই
মনে শান্তি টিকা নিয়ে খোদার দয়ার দূরে নই !

২৯ শে মে, ২০২২ সকাল ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.