নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আদিবাসী বলতে কি বুঝি? পাহাড়ে বসবাস করলেই কি আদিবাসী হয়ে যায়?

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১০

আমরা সাধারণত ধারণা করি যারা পাহাড়ের বাসিন্দা তারাই মূলত আদিবাসী। আসলেই কি তাই?

আদিবাসী শব্দটি জনপদ, জনসংখ্যা ও ভূখণ্ডের সাথে জড়িত।
ইচ্ছে করলেই আপনি যাকে তাকে যাতা বলতে পারেন না।
কোন কিছু বলার আগে অবশ্যই যুক্তি, তথ্য উপাত্ত্ব এবং ইতিহাস জানা থাকা দরকার।
আদিবাসী নিয়ে একটি বিবৃতি

পাহাড়ে উপজাতিদের এমন কোন প্রত্নতত্ত্ব নির্দশন নেই যে তাদের আদিবাসী বলা যাবে। আমরা বাঙালিরা সাড়ে চারহাজার বছর ধরে এ অঞ্চলে বসবাস করছি আমরাই।
আদিবাসী হল তারা যারা কোনো জায়গায় আদি কাল হতে বসবাস করছে । সেই হিসেব বাঙ্গালীরাই হলো বাংলাদেশের আদিবাসী।

আর উপজাতি হল তারা যারা তুলনামূলক ছোট জনসংখ্যার জাতি।

চাকমারা এখানকার আদিবাসী নয় কারন তারা পার্বত্য চট্টগ্রাম এলাকায় অনেক পরে এসেছে। তারা নিজেদেরকে শাক্য বংশের বললেও তারা মগধ থেকে আসেনি।

এই কারণে বাংলাদেশ সরকার কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দেয়নি। তাই বাংলাদেশের পাহাড়ে বা সমতলে বসবাসরত সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি হিসাবে গণ্য হয়, আদিবাসী হিসেবে নয়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২১

কামাল১৮ বলেছেন: যুক্তি।তথ্য উপাত্ত্ব এবং ইতিহাস জেনে আপনি বলুন কারা আদিবাসী?

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: দেখুন আমি সবজান্তা শমসের নই। আমার ভুল হতে পারে।

এখানে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা ও দু একটা তথ্য যোগ করেছি মাত্র।

আপনার কাছে বিস্তারিত তথ্য থাকলে আপনাকে স্বাগতম জানাবো।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



আপনি নিজে আদি, অনাদী, বাদী, বিবাদী?

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: উত্তর দেওয়াটা কঠিন হবে। কারণ আমি কোন ঐতিহাসিক পরিবারের সন্তান নয়।

জানা থাকলে আপনার পারিবারিক তথ্যটা দিতে পারেন।

ধন্যবাদ

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ১০০০ বছর আগে। তাহলে সাড়ে চার হাজার বছর আগে এই অঞ্চলে বাঙ্গালী কি করে এলো। পার্বত্য চট্টগ্রামে কয়েকশো বছর আগে কোন বাঙ্গালী ছিল এটা আমার বিশ্বাস হয় না। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কয়েক বছর আগেও কিছু
জংলি মানুষ উলঙ্গ থাকতো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: বাংলা ভাষা ১০০০বছর আগে উৎপত্তি হলে বাংলা সাহিত্যের উৎপত্তি হলো কি করে!


আপনার কাছে বিস্তারিত তথ্য থাকলে, তথ্য প্রদানে বাধিত করবেন।


শুভেচ্ছা জানবেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনার ভাষ্যে বাঙ্গালীরাই বাংলাদেশের আদিবাসী! তাহলে সরকার বা আন্তর্জাতিক কোন মহল কি বাঙ্গালীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছে? আর পাহাড়ে হুমড়ি খেয়ে পড়ল কবে গেল বাঙ্গালী আদিবাসীরা? ৭৮এর পর? সেখানকার শান্তি বহাল রাখার জন্য? নাকি বিনষ্ট করার জন্য সেই হিজরত ছিল?

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: গুড প্রস্তাব।

আমার একটা কোটা প্রয়োজন।

আপনি উপস্থাপনা করিয়েন।

অগ্রিম স্বাগতম জানাবো।

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: অন্তত পার্বত্য চট্টগ্রামের যাদেরকে আদিবাসী বলা হয়- তারা আদিবাসী নয়, তারা উপজাতি।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে এটা একটা বিতর্কিত বিষয়।

আপনার কাছে কোন ইনফরমেশন থাকলে দিয়েন।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: আপনার তথ্যে ভুলে আছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমার ভুল আছে, এখানে আমার ব্যক্তিগত চিন্তা চেতনা ও দু একটা তথ্য যোগ করেছি মাত্র।

আপনার কাছে বিস্তারিত তথ্য থাকলে আপনাকে স্বাগতম জানাবো।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার ঠিক কাজ করেছে। কারণ তাদেরকে আদিবাসী মানলে আমাদেরকে উপনিবেস বলতে হবে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত দাদা

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ২:৩২

অনল চৌধুরী বলেছেন: বাঙ্গালীরা একটা মিশ্র জাতি। কিন্ত এই জাতিও গঠিত হয়েছিলো প্রায় ৪০০০ বছর আগে।
এরপর মিশ্রণ হয়েছে আর্য,আরব, তুর্কি, পাঠানন মোগলের সাথে।
১৯০০ সালে বৃটিশরা সৃষ্টি করার আগে পার্বত্য চট্রগ্রাম বলে কোনো অঞ্চল ছিলো না।
চাকমা, মারমা তংচঙ্গাদের নিজেদের ইতিহাসই বলছে, তারা এখানে এসেছে বার্মা খেকে। ত্রিপুরা, আরাকানী (রাখাইন) -এসব নামই প্রমাণ করে তাদের মুল বাড়ি কোথায়।
বিদেশী মদদপুষ্ট হয়ে তথাকথিত জুম্ম্মল্যান্ড প্রতিষ্ঠার নিকৃষ্ট ষড়যন্ত্রকারী উপজাতি সন্ত্রাসীগুলি বিদেশীদের মদদে নিজেদের উপজাতি থেকে আদিবাসী বলে দাবী করা শুরু করেছে ২০০৯ সাল থেকে।
তার আগে কেউ এই শব্দটাও উচ্চারণ করেনি।
শেক্সপিয়রের আমলের ইংরেজী এখনকার ইংরেজরা বোঝেনা।
সুতরাং শশাংক বা পাল যুগের বাংলা এখনকার লোকজন বুঝবে না। কিন্ত তার মানে এই না যে তারা বাঙ্গালী ছিলো না।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

আমি অনেক গুলো ফেসবুক পেজ দেখেছি, যেখান থেকে দেশবিরোধী প্রচার প্রচারণা করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.