নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

উদ্ভট চিন্তা ০১

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২

০১) আজ গরম বাজার যাচ্ছিলাম। চরমনপুর পার হয়েই দেখি রাস্তা খোঁড়া। ব্রিজের কাজ চলছে। এই ব্রিজটা কতদিন কত দিন টেকসই হয় দেখার বিষয়। আমাদের দেশে প্রচুর উন্নয়ন হয় কিন্তু টেকসই উন্নয়নের অভাব। হার্ডিঞ্জব্রিজ তৈরী ১০০ বছর পার হলো কিন্তু বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) এরই মধ্যে দু/তিন বার বড় ধরনের রিপেয়ার করা হয়েগেছে।
০২) মদন ডাঙ্গা (পরিবর্তিত নাম) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফাটল ধরেছে। অথচ বিল্ডিং তৈরী হয়েছে মাত্র ৪বছর হলো।
০৩) গোসারইহাট হাটুরিয়ার রাস্তা ২বছরও হয়নি রিপেয়ার করা। অর্ধেক ভেঙ্গে গেছে।

উপরের যে সমস্যা গুলো বললাম, এরতো কোন সমাধান আমার হাতে নেই। আবার এগুলোতো আমার বাবার টাকারও নয়। তাহলে এই উদ্ভট চিন্তা কেনো করছি।
আমিতো ফাউল হয়েগেছি...!
এখন কাজে নেমে পড়তে হবে। প্রচুর কাজের চাপ...








ছবিসূত্রঃ গুগল

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে কি করবেন দেশপ্রেম নেই
যতসব উদ্ভট ঘটনা-------------------

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে এগুলো দেখলে কষ্টলাগে। তাই একটু শেয়ার করলাম।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

নতুন বলেছেন: যদি দেশের সব স্থাপনাই তৌরির পরে হাজার বছর টিকে থাকে কোন কাজ করতে না হয় তবে ঠিকাদারী প্রতিস্ঠানগুলি পথে বসে যাবে।

তাই ব্যবসায়ীরা কোন জিনিস তেমন পোক্ট করে না। আর বর্তমানের কাজে কত% ঘুষ বাবদ গেছে তার উপরে নির্ভর করে কাজের কোয়ালিটি কেমন হবে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে অনেকেই বিষয় গুলো জানে। কিন্তু কেওই কিছু বলে না।

আমাদের চিন্তার জগতে একদিন নাড়া দেবে এই কামনা করি।

শুভেচ্ছা জানবেন।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

শেরজা তপন বলেছেন: আমার দেয়া ট্যাক্সের ক্ষুদ্র ভগ্নাংশ টাকা হয়তো আছে। আপনার বাবা ট্যাক্স দিলেও সেখানে আপনার অধিকার আছে কিছু বলবার।
আমার ফ্যাক্টরি এলাকায় প্রতিদিন( দিনেরবেলায়) ৭/৮ ঘন্টা লোডশেডিং! কেউ দেখার নেই। বলতে গেলে কয়;সরকাররে জিগান!!!

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে এগুলো দেখলে কষ্টলাগে। কে এই বিষয়ে পদক্ষেপ নেবে। জানিনা। তবে কেও না কেও সচেতন হবে এবং যথাযথ ভূমিকা রাখবেই।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.