নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউঃ মুসলিম প্যারেন্টিং

২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪৭

বুক রিভিউ ০১
বুক রিভিউ ০২
বুক রিভিউ ০৩
বুক রিভিউ ০৪
সন্তান প্রতিপালন বিরাট এক কর্মযোগ্যের নাম। তাই অধুনিক সময়ে প্যারেন্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
প্রতিটি বাবা মায়ের কাছেই তার সন্তান এক অমূল্য সম্পদ। কেও সন্তানকে বেশি টেককেয়ার করে আবার কেও ছেড়েদেন সন্তানের ইচ্ছে মতো। এর ফলাফল যা হবার তাই হয়।
বইয়ের নামঃ মুসলিম প্যারেন্টিং
লেখকঃ ড. মুহাম্মদ আব্দুল বারী
প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশন্স
প্রথম প্রকাশঃ ১৫ অক্টোবর ২০২১
মূল্যঃ ২২০টাকা


পুরো বইটিকে দুই পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে শৈশবের লালন-পালন নিয়ে এবং দ্বিতীয় পর্বে কৈশোরের পরিচর্যা নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রথম পর্বে লেখক প্যারেন্টিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন। বিষয়গুলোর শিরোনাম হলো যথাক্রমে:
★ আল্লাহর পক্ষ থেকে আমানত
★ প্যারেন্টহুড-এর প্রস্তুতি
★ শৈশবকাল এবং স্কুলপূর্ববর্তী সময়
★ প্রাথমিক বিদ্যালয়ের বছরগুলো
★ পারিবারিক পরিবেশ
★ মুসলিম চরিত্র গঠন


প্রথম পর্বের ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বেও লেখক আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। বিষয়গুলোর শিরোনাম হলো যথাক্রমে:
★ কিশোর বয়সের চ্যালেঞ্জ
★ সামাজিক অসুস্থতার প্রবল আক্রমণ
★ শ্রেষ্ঠত্ব অর্জনের প্রেরণা
★ পারিবারিক পরিবেশ
★ মাধ্যমিক বিদ্যালয়ের দিনগুলো
★ দায়িত্ববোধের জগতে


একজন বাবা অথবা মায়ের প্যারেন্টিং স্কিল ডেভেলপমেন্টে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি।

বইটি অনলাই থেকে নিতে পারেন

পিডিএফ পড়তে পারেন প্যারেন্টিংয়ের অন্য একটা বইয়ের।(পড়ার জন্য গুগল ড্রাইভে যাওয়া লাগবে)
প্যারেন্টিংয়ের উপর অন্য একটা বইয়ের পিডিএফ লিংক




মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যারা বাবা মা হয়নি এখনও তারা বুঝতে কি ব্যাপার মধ্যে দিয়ে যে যাওয়া লাগে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অবিবাহিত যারা তারাও পড়তে পারেন। বেশ ভাল একটা বই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.