নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\"➤ সুলতান সালাহউদ্দিন আইয়ুবী (রহঃ)

সামিউল ইসলাম বাবু

আমার মেধা ও যোগ্যতা মানুষ ও মানবতার কল্যানে কতটুকু ব্যয় করতে পেরেছি?

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আল হাদিসের বাণী

২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৬

হাশরের ময়দানে যে সাত শ্রেণীর মানুষ আল্লাহ্ পাকের আরশের নিচে ছায়া পাবে :
হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূল ﷺ বলেছেন, "যে দিন আল্লাহর (আরশের) ছায়া ব্যতীত কোন ছায়া থাকবেনা সে দিন আল্লাহ তা‘আলা সাত প্রকার মানুষকে সে ছায়ায় আশ্রয় দিবেন।
১। ন্যায়পরায়ণ শাসক।
২। যে যুবক আল্লাহর ইবাদতে নিমগ্ন থেকে যৌবনে উপনীত হয়েছে।
৩। যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে থাকে।
৪। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে দু‘ব্যাক্তি পরস্পর মহব্বত রাখে, উভয়ে একত্রিত হয় সেই মহব্বতের উপর আর পৃথক হয় সেই মহব্বতের উপর।
৫। এমন ব্যাক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী (অবৈধ মিলনের জন্য) আহবান জানিয়েছে। তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি।
৬। যে ব্যাক্তি গোপনে এমনভাবে সা’দকা করে যে, তার ডান হাত যা দান করে বাম হাত তা জনতে পারেনা।
৭। যে ব্যাক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু বের হয়ে পড়ে।






তথ্যসূত্রঃ
সহীহ বুখারী, হাদিস নং : ১৩৪০
ছবিঃ গুগল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.