নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

অব্যক্ত অভিশাপ

১২ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:৫০


তোমাদের বন্দুক, অপবিত্র বুলেট
অসহায় আর নিস্পাপ মানুষ যত
প্রাণ সংহারে, গোর্জে ওঠো বারেবার।
দম্ভভরে দাপিয়ে বেড়াও এদিক সেদিক
পৃথিবীর প্রাতিটি প্রান্ত তোমাদের-
অপবিত্র ইশারায় হয়ে ওঠে ধ্বংস্তুপ।

সুবিধা মতো বানিয়ে নাও আইন যত,
ঠিক মগের মুল্লুক এধুলি-ধরা আজ ,
হীন স্বার্থে খালি হয় মায়ের আচল
এক মাত্র সম্বল প্রিয় খোকা,বোনের
ভালোবাসার প্রিয় ভাই, বুক ফেটে যায়।
ভাবতেই থমকে দাঁড়ায়, নিস্তব্ধ বিকল।

কাপেনা শুধু জালিমের নোংরা হৃদয়,
পিশাচ প্রেতাত্মা আছে যত শত
তুষের আগুন জ্বলে লেলিহান শিখা হয়ে
জালিয়ে পুড়িয়ে ছার-খার করে
জনপদের পর জনপদ, মহাকালের স্রোতে
স্বপ্ন বোনা পাখি, নীড় ছাড়া হয়।

হে দাম্ভিক! শুধু তোমার জন্য
দাওয়াত রইলো আজ এ ক্ষণে
লাড়কির সুন্দর পরিণতি দেখার।
অন্যকে পোড়াতে অবশেষে নিজের
করুণ পরিণতি দেখেনিও বন্ধু।

হে অত্মাচারী! প্রতিটি জলস্রোত
বেছে নেয় গতিপথ প্রয়োজনে,
শুধু ভেঙ্গে যায় আর গড়ে তোলে
কত শত জনপদ বাঁকে বাঁকে তার।।

মজলুমানের চোখের লোনা জল
স্রোত হয়ে ছুটে চলে দিক বিদিক
আর বারে বার আসে ফিরে
প্রলয়ংকরি হয়ে, জনপদে ইতিহাসে।।

অব্যক্ত অভিশাপ



২০/০৪/২০

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.