নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
চাঁদ মামার সাথে চোখে চোখ রেখে গল্প হয় না
পাশ কাটিয় মুখ ফিরিয়ে চলে যায় কথা হয় না।
ফাঁকা মাঠে খোলা আকাশের নিচে গল্প হয় না আগের মতো
চাঁদের বুড়িকে মন ভোরে দেখা হয় না, সেই ছোট্ট বেলার মতো।
জ্যোৎস্না রাতে আড্ডা গল্প আর চানাচুর খাওয়া হয় না
দোখিনা বাতাসে মেঠো সুরে আকাশ বিদীর্ণ করে গাওয়া হয় না
প্রিয়তমার কথা ভেবে ভেবে জ্যোসোনায় শিশির পোহানো হয় না
খেজুর রস খাওয়া, বিলে মাছ ধরা -এসব কিছুই হয় না।
আজ চাঁদ মামা অনেক নিচে মেনে এসো বললো ভাগিনা
এতো না এর মাঝে একটু হ্যাঁ করা যায় না
সেই আগের মতো আরেকটু আড্ডা দিলে হয় না
অনেক ভেবে বল্লাম, মামা এসব এখন আর পারি না...
২৯ শে মে, ২০২৩ রাত ১১:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: এভাবেই সবাইকে সফর শেষ করা লাগবে। এটাই নিয়োম #(#(
২| ২৪ শে মে, ২০২৩ সকাল ১০:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: মামা ভাগ্নের গল্প তেমন চোখে পরে না
এখন মামাও যেরকম ভাগ্নেও তেরকম-------------------
২৯ শে মে, ২০২৩ রাত ১১:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: সবাই এখন যান্ত্রিক, সেই ভালোবাসা আর সম্পর্ক এখ নেই।
৩| ২৪ শে মে, ২০২৩ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১২:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা
৪| ২৪ শে মে, ২০২৩ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: এখন তুমি বুড়া হয়ে যাচ্ছো তাই আর চাঁদমামার সাথে গল্প করো না ভাইয়া!
২৯ শে মে, ২০২৩ রাত ১১:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: আর আমার আপু ইয়াং হয়ে যাচ্ছে....
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০২৩ সকাল ১০:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবারই ব্যস্ত জীবন । আগের মত কিছুই নাই আর