নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
বাংলাদেশ এখন এক বিরাট গেমের মাঠ হয়েগেছে।সবাই তার নিজ নিজ পথে খেলে চলেছে। এই খেলার শেষ কোথায় সংক্ষেপে কেওই বলতে পারবেন না। তবে হাতে আছে নানা হিসেব ও পরিসংখ্যান।
আমেরিকার কথা না শুনলে ইউরোপ আমেরিকার পোশাক ও শ্রমিকের রেমিট্যান্স বন্ধ হবে। বন্ধ হবে, শান্তি রক্ষা মিশন। রাজনৈতিক ব্যক্তি ও আমলাদের সুইচ ব্যাংক, বেগম পাড়া ও আমেরিকার সম্পদ বাজেয়াপ্ত হবে। তৈরী হবে বিশৃঙ্খলা।
রাশিয়া চীন ও ভারত থেকে সরকার লাভবান হওয়ার মতো তেমন কিছুই আনতে পারেনি।
শুধু দেখার পালা। সামনের দিনগুলোতে অংক অনেক কঠিন হবে, আপাতদৃষ্টিতে এটাই মনে হচ্ছে।
আমরা সাধারণ মানুষ এটাই দেখার অপেক্ষায় আছি।
২| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশ নিয়ে অংকটা সরল মনে হলেও আসলে সরল না।
৩| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: আমি কিছু বুঝতে পারলাম না।
মাথা কাজ করছে না।
৪| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৮
প্রামানিক বলেছেন: বাংলাদেশটা চুতুর্মুখী মাইনকা চিপায়
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৬
শেরজা তপন বলেছেন: নির্বাচনের আগে পরে আরো কত খেলা জমে আছে কে জানে।
আমরা আম পাবলিক শুধু দেখারাম দেখে যাই- আর ঝামেলা হইলে আমরাই মরি। মোড়লেরা সব ঠিক ঠাক বহাল তবিয়তে থাকে।