নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ত্রিকোণমিতিক রাজনৈতিক অবস্থা

১৫ ই জুলাই, ২০২৩ রাত ১২:৫৫

বাংলাদেশ এখন এক বিরাট গেমের মাঠ হয়েগেছে।সবাই তার নিজ নিজ পথে খেলে চলেছে। এই খেলার শেষ কোথায় সংক্ষেপে কেওই বলতে পারবেন না। তবে হাতে আছে নানা হিসেব ও পরিসংখ্যান।

আমেরিকার কথা না শুনলে ইউরোপ আমেরিকার পোশাক ও শ্রমিকের রেমিট্যান্স বন্ধ হবে। বন্ধ হবে, শান্তি রক্ষা মিশন। রাজনৈতিক ব্যক্তি ও আমলাদের সুইচ ব্যাংক, বেগম পাড়া ও আমেরিকার সম্পদ বাজেয়াপ্ত হবে। তৈরী হবে বিশৃঙ্খলা।

রাশিয়া চীন ও ভারত থেকে সরকার লাভবান হওয়ার মতো তেমন কিছুই আনতে পারেনি।

শুধু দেখার পালা। সামনের দিনগুলোতে অংক অনেক কঠিন হবে, আপাতদৃষ্টিতে এটাই মনে হচ্ছে।
আমরা সাধারণ মানুষ এটাই দেখার অপেক্ষায় আছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ৯:০৬

শেরজা তপন বলেছেন: নির্বাচনের আগে পরে আরো কত খেলা জমে আছে কে জানে।
আমরা আম পাবলিক শুধু দেখারাম দেখে যাই- আর ঝামেলা হইলে আমরাই মরি। মোড়লেরা সব ঠিক ঠাক বহাল তবিয়তে থাকে।

২| ১৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশ নিয়ে অংকটা সরল মনে হলেও আসলে সরল না।

৩| ১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: আমি কিছু বুঝতে পারলাম না।
মাথা কাজ করছে না।

৪| ১৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৮

প্রামানিক বলেছেন: বাংলাদেশটা চুতুর্মুখী মাইনকা চিপায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.