নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

চায়ের কাপে নির্বাচন ভাবনা

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৯



আগামী জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কৃটিক্যাল হবে। যা আমরা কখনো দেখিনি বা কল্পনাও করিনি। এটা জাতি হিসেবে কোন ভাবেই আমাদের জন্য মঙ্গল ও সম্মানের হবে না। নির্বাচনের জন্য এতো বিদেশিদের নিকট ধর্ণা দেওয়া এটাই প্রথম নির্বাচন। এর আগে কখনো এমন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়নি। সকল দেশ এর সুযোগ গ্রহণ করবে, ফলে মানা লাগবে বিদেশিদের নানা শর্ত। যা আমাদের জন্য অনেক জটিল করে দিবে আগামীর দিনগুলো।
ফলে, যে সরকারই ক্ষমতায় আসুক তাদেরকে নানা মুখি সমস্যা ফেসকরা লাগবে। তারমধ্যে অন্যতম হলো অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বিদেশ নীতি বিষয়ক চ্যালেঞ্জ।

তাই, আগামী নির্বাচনের হিসাব দিন দিন বেশ জটিল হয়ে যাচ্ছে...

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২২

মোস্তফা সোহেল বলেছেন: আরও বড় করে লিখতেন।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দিন পরে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো। ভালো আছেন নিশ্চয়।

নাস্তা করতে করতে অল্পো একটু লেখে ফেললাম।

২| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: যে সরকার আসুক এ কথার মানেটা কি? যে সরকার ক্ষমতায় আছে তাদেরকে নামায় কে?

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার মাথায় কি গন্ডগোল আছে?
এটাকি রাজতান্ত্রিক দেশ?
এখানে কি সরকার পরিবর্তনে সম্ভব নয়?

৩| ০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সরকার পরিবর্তনের সেই সম্ভব কাজটা করছে কে? কেউ করছে কি? বহুকাল তো এমন ঘটনা দেখিনি। এদেশের ছেলে-পুলে বড় হচ্ছে এক সরকারকে ক্ষমতায় দেখতে দেখতে।

০৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: শোনেন একটা বিষয় ভালোকরে না পড়ে মন্তব্যের জন্য মন্তব্য করবেন না। আপনি একজন সিনিয়র ব্লগার।

আচ্ছা, এখানে আমার আলোচ্য বিষয় কি সরকার পতন বা এই সরকারের পরিবর্তন?
আপনি কি পড়লেন আর কি মন্তব্য করলেন দেখেন তো আরেকবার।

৪| ০৬ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: কবি বলেছেন, মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে।

৫| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:১৮

রাসেল বলেছেন: দুঃখিত, অতীত রাজনৈতীক দলগুলোর ইতিহাস পর্যবেক্ষণ করে জাতীয় নির্বাচনের প্রতি আগ্রহী নই।

৬| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৮

EssaMattou বলেছেন: আপনি যদি এটি দেখে থাকেন তবে এই বিষয়টি উপেক্ষা করা সহজ নয়। Head Soccer

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.