নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

আমরাও চাঁদে যাবো অথবা দুধের স্বাদ ঘোলে মেটাবো

২৪ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪৭

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত জানাচ্ছে, তেমনি কিছু মতামত এখানে দিলাম--
১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।
নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।
২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।
৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।
আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!
৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!
৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।
সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।

copy post from
- Rashed Khan

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:

শিবিরের রাশেদ খান পাকিস্তান বাদ দিয়ে ভারতের গুণগান গায় কেন?

২৫ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: রাশেদ খান কি শিবিরের এজেন্ট?
আমার ধারণা নেই , আপনি হয়তো ভালো জানেন।

২| ২৫ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে যারা দেশ চালায় তাদের বড় জ্ঞানে অভাব।

২৫ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুধু জ্ঞানের অভাব না সাথে সততা ও দেশ প্রেমেরও অভাব। তাই এই অবস্থা।

৩| ২৫ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৬

করুণাধারা বলেছেন: ৬১৫ কোটি রুপি বা ৯০০ কোটি টাকা ব্যয়ে চন্দ্র বিজয় করেছে, আর আমরা ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে দোহাজারী কক্সবাজার ১০২ কিলোমিটার রেললাইন বানাই।

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবই আমাদের ভুলপ্লানিংয়ের ভুল

৪| ৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৪১

এইসময় বলেছেন: ক্যাপশানের ভিডিওটা কীভাবে পেতে পারি?

৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা ভিডিও না। gif ছবি। গুগোল থেকে নেওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.