নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

শিকড়ের সন্ধানে ০২

২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩৮


একনজরে বাংলার(অধিকাংশ) প্রাচীন বংশধারাঃ
নৃতাত্ত্বিক গবেষনা জানা যায়, গাঙ্গেয় ব-দ্বীপের প্রাচীনতম মানুষের পরিচয় হল নিগ্রোয়েড (৬০০০০-৩০০০০ বছর আগে)। এদের সাথে পরবর্তীতে মিশ্রণ ঘটে আদি অষ্ট্রিক (অষ্ট্রেলিয়া ও ওশানিয়া থেকে আগত) ও দ্রাবিড়দের (ভূমধ্য সাগরীয় অঞ্চল হতে দক্ষিনভারত হয়ে আগত)। এর ফলে উদ্ভূতদের অষ্ট্রো-দ্রাবিড় জনগোষ্ঠী বলা হয়।

প্রায় ১৬০০০ হাজার বছর আগে শেষ বরফ যুগে যখন মহাসগরের জলের উপরিতল বর্তমানের চেয়ে ৪২৬ ফুট বা ১৩০ মিটার কম ছিল তখন অষ্ট্রেলিয়া-ওশানিয়ার সাথে এশিয়ার মূল ভূখন্ডের একটি ল্যান্ড ব্রীজ ছিল। সেই ল্যান্ড ব্রীজ ধরেই আদি অষ্ট্রিক জাতিগোষ্ঠী দক্ষিন-পূর্ব এশিয়া হয়ে ভারতবর্ষের উত্তর-পূর্ব অংশে ছড়িয়ে পড়ে। এদেরই একটি অংশ সমূদ্রপথে ভেলায় চেপে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে সিংহল ও দক্ষিন ভারতেও ছড়িয়ে পড়েছিল।
যাই হোক আমাদের প্রাচীনতম পূর্বপুরুষরা আদি অষ্ট্রিক ও দ্রাবীড় জাতিগোষ্ঠীর সংমিশ্রণ ছিল এটা নৃতত্ত্বে এখন একটি প্রতিষ্ঠিত সত্য। প্রায় ২০০০০ বছর পূর্বের আবিস্কৃত এদেশীয় মানুষদের প্রস্তর যুগের অস্ত্রশস্ত্র এই প্রাচীন মানুষদের প্রামাণ্য হয়ে আছে। যতদিন না কৃষি ও মৎস্য শিকার জীবন ধারণের মূল ধারা হিসাবে প্রচলিত না হয়েছে ততদিন পর্যন্ত যাযাবর ও দেশান্তরী এই আদি অষ্ট্রো-এশিয়াটিক মানুষেরা গাংগেয় অববাহিকার বন-জঙ্গলে শিকারী-টোকাই (Hunter-gatherer) জীবন যাপন করত বহু হাজার বছর ধরে। এদের সাথে স্থানীয় দ্রাবিড় মানুষদের মিশ্রনের ফলে অষ্ট্রো-দ্রাবিড়ীয় মানুষদের বিস্তার হয় গাংগেয় উপত্যকায়। আরো পরে উত্তর-পুর্ব ভারত হতে আসে ভোটচীনিয় জাতিরা (মংগলয়েড)। এরপর আসে ইউরোপীয় আল্পস পার্বত্য এলাকার কিছু যাযাবর ইন্দো-ইউরোপীয় ভাষাভাষি আল্পপাইন উপজাতির রক্তধারা। সংঘাত, রক্তপাত আর প্রজননের ফলে এই সকল রক্তধারার মিশেল দিয়ে গড়ে উঠেছিল আর্য আগমণ পূর্বকালের গাঙ্গেয় উপত্যকার মানব সমাজ। এরপর এদেশে আসে আর্যরা।

মধ্যযুগে আমাদের প্রাচীন মিশ্র রক্তধারায় এসে মেশে, তুর্কী, আফগান, আরব, ইরানীয় এবং মোঙ্গলদের রক্তধারা। ষোড়শ শতাব্দীতে আমাদের জিনপুলে এসে মেশে আরাকানী, মারাঠী ও পর্তুগীজ রক্তধারা। সপ্তদশ শতাব্দীতে সামান্য কিছু মাত্রায় ইংরেজ রক্তও আমাদের সাথে মিশেছে।(১)


চলবে...
তথ্যসূত্রঃ
(১) গুগল/ Quora.com

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: চলুক

২৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

কামাল১৮ বলেছেন: অষ্ট্রেলিয়া নাকি অষ্ট্রিয়া,কোনটা হবে।

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অস্ট্রেলিয়া হওয়ার সম্ভাবনার অনেক বেশি। তবে অস্টিয়া নয়।

৩| ২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৭

রিফাত হোসেন বলেছেন: @কামাল১৮ সাহেব অস্ট্রিয়া হবার সম্ভাবনা নাই। অস্ট্রিয়া একটি দেশ যেটা কখনোই মহাদেশ হিসেবে স্বীকৃত ছিল না। এর সাম্রাজ্য ধরে নিলেও রোমানদের পরে তৈরী হয়েছে বড় করে আর বর্তমানে ছোট্ট একটি দেশে রূপান্তরিত হয়েছে।
উপরের অষ্ট্রোর সাথে বতর্মান অস্ট্রিয়ার জাতির সরাসরি সম্পর্কও নাই। এটি অষ্ট্রেলিয়া সম্পর্কিত হতে পারে।
Celtic জাতির সাথে বর্তমান অস্ট্রিয়ান জাতির সম্পর্ক আছে। সেটা বেশিদেন পুরনো নয়। যেখানে লেখক ২০ হাজার ৫০ হাজার বছর নিয়ে উপস্থাপন করছেন। লেখকের উল্লেখিত ইতিহাস অনেক গভীর।

@লেখক: এ ধরনের স্বরচিত আলোচনা বা লেখা চালিয়ে যান। সব সময়তো মন্তব্য করা হয় না। পড়া হয় আর কি। :)

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ১১:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

অনেক অনুপ্রাণিত হলাম।

কাজের ফাঁকে ফাঁকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। নেট, বই ও ইতিহাসরে ছাত্রদের থেকে।

আমাকে যদি কেও আরও তথ্য বা তথ্যের উৎস দিয়ে সাহায্য করতেন তবে উপকৃত হতাম।


আরও কিছু পথ এভাবে চলার ইচ্ছে আছে। বাকিটা আল্লাহ ভরসা।


ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি লিখতে চাচ্ছেন? অথবা কি বলতে চাচ্ছেন?

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: জানার জন্য লিখছি

৫| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: শিকড়ের সন্ধান

৬| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:০২

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।

অনুপ্রাণিত হলাম।

৭| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জানার জন্য লিখছি

এটা খুব ভালো। গ্রেট।

৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা নিরন্তর

৮| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চালিয়ে যান। জানার আছে অনেক কিছু।

৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.