নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

কেনো শিকড়ের সন্ধানে?

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:১৪

প্রতিটি কাজই শুরুর পিছনে কিছু কারণ থাকে। তেমনি আমার উদ্দেশ্য হলো জাতি হিসেবে বাঙালি কেমন তা অনুসন্ধান করা।

কেনো এই অনুসন্ধানে নামা?
বেশ কিছু কারণ আছে। যেমন, এই জাতীর যারা কল্যাণে কাজ করেছেন তাদের অধিকাংশই কোন না কোন ভাবে হত্যার শিকার হয়েছেন। যেমনঃ
১) শেখ মুজিবুর রহমান
২) জিয়াউর রহমান
৩) নবাব সিরাজুদ্দৌলা (যদিও তিন বাংগালী নন)
৪) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খোলজি (সম্ভবত, তিনি নিজ সহযোগীর হাতে নিহত হন)

আরও অনেকে আছেন যারা হয়তো জীবন বিলিয়ে দিয়েছেন দেশ ও দেশের মানুষের জন্য।

এই সকল হত্যা কান্ডের কারণে, বাঙালি জাতি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা কাজ করে। যে, এই জাতি মনে হয় ভালো নয়।
আমাদের ইসলামের ইতিহাসের এক শিক্ষক করবালার ইতিহাস আলোচনা করতে গিয়ে বলেছিলেন। বাংলাদেশের মানুষ ও ইরাকের মানুষের মাঝে একটা মিল আছে। আর সেই মিলটা হলো নেতিবাচক মিল। এই জনপদের অধিবাসীরা একটু চঞ্চল প্রকৃতির। ক্ষণে ক্ষণে এরা মত বদলায়।

যাহোক, আমি কোন মৌলিক লেখা লেখছি না। তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং সেগুলা এক যায়গায় করার চেষ্টা করছি। তথ্য সংগ্রহে সর্বোচ্চ নিরপেক্ষ থাকার চেষ্টা করছি।

নিজের সম্পর্কে একটু বলে নেওয়া ভালো, আমি বাজারজাতকরণ পদে চাকুরি করি যার কারনে খুবই ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছে থকলেও তেমন সময় দিতে পারিনা। কেও যদি তথ্য দিয়ে সাহায্য করেন তবে উপকৃত হতাম।
অথবা, কেও যদি কোন লিংক দেন তবে বেশ ভালো হতো। তথ্য সূত্র উল্লেখ করার চেষ্টা করবেন।

আমি আমার কাজ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

শুভেচ্ছা নিরন্তর...


চলবে...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ ভোর ৬:৪৫

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন। আমি যখন জয়পুরহাটে লেখা পড়া করতাম, তখন এক বন্ধু ছিলো। যে ঘনঘন মত পাল্টাতো। আর সে বিশ্বাসঘাতকতাই বেশী করতো।

৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৭:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটার সাথে আপনার বন্ধুর চরিত্রের কোন সম্পর্ক আছে কিনা ঠিক জানিনা। জাতিগত ভাবে আমাদের একটু সমস্যা আছে। আর সেটাই জানার চেষ্টা করছি।

২| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যকথা বলেছেন অনেক ভাল থাকবেন বাবু দা

৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঐ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা

৩| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৪০

নূর আলম হিরণ বলেছেন: শুভ কামনা।

৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনিও শুভেচ্ছা জানবেন।

৪| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কাজ আমার খুব পছন্দ হইছে।

৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা।

শুভেচ্ছা জানবেন।

৫| ৩০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৭

বাকপ্রবাস বলেছেন: দেখা যাক অনুসন্ধান এর রেজাল্ট কী আসে

৩০ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: যা ঘটার তাতো ঘোটেইগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.