নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

কুয়াকাটা ভ্রমণ

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৫

আসলে ভ্রমণ করা হয় একটু মানষিক প্রশান্তির জন্য। সেটা বিবেচনা করলে কোন যায়গাই খারাপ না। যেকোন জায়গায় আপনি ভ্রমণ করতে পারেন। সেই দিক বিবেচনায় কোন জায়গায় ভ্রমনের জন্য খারাপ নয়। তবে, ভালো বা ভালোর মধ্যে ভালো এটা নিয়ে মন্তব্য করা যায়। সেই দিক বিবেচনায় কুয়াকাটায় সমুদ্র সৈকত ছাড়া আর তেমন কিছুই ভালোলাগেনি।


চা। আহ সেই স্বাদ হয়েছিল চা। এখনো মুখে লেগে আছে।





চা খাওয়ার পর যেটা ভালোলেগেছিলো সেটা হলে কাকড়া পোড়ানো। সবচেয়ে বেশি মজা







যারা নতুন যাবেন, তাদেরকে কে এই কুয়া দেখার জন্য ভ্যান মামারা ডাকবে। যে কুয়ার নাম অনুসারে কুয়াকাটার নাম কুয়াকাটা হয়ছে। কুয়াটা এখন মৃত...

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

নয়ন বড়ুয়া বলেছেন: যাওয়ার ইচ্ছে আছে...
এখন তো মনে হয় যানযোগেও যাওয়া যাবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: জি দাদা ব্রিজ হয়েগেছে সবজায়গায়।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর আসলে আমার কোথাও হওয়া হয় না জানি না কবে যাওয়া হবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: সময় করে বেরিয়ে যায়ন। জীবনটাই এমন।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: আমি কুয়াকাটা গিয়েছি বেশ কয়েকবার, লাস্ট গিয়েছিলাম গত বছর।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি এবছর মার্চে গেছিলাম।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: প্রায় ১৭ বছর আগে গিয়েছিলাম। এরপর আর যাওয়া হয় নাই।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: .যেতে পারেন সাগর কন্যার কাছে আবারও

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: ভাইয়া কুয়াকাটার নামাকরণের ইতিহাসও জানতে চাই।

লিখে দাও।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনাকে অনেকদিন পরে পেলাম।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৪:৩৩

কাছের-মানুষ বলেছেন: ছবিগুলো সুন্দর সাথে পোড়া কাকড়া দেখতেও মজাদার মনে হল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: হু, আনেক মজাদার ছিলো। পোড়া চা আর কাঁকড়া না খাইলে সফরটাই মিসহতো।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

মোস্তফা সোহেল বলেছেন: কুয়াকাটায় একবার গিয়েছিলাম কিন্তু কুয়াটা দেখা হয়নি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা দিয়েদিয়েছি।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪২

সোনালি কাবিন বলেছেন: নাইস ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা নিরন্তর...

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা নিরন্তর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.