নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পানি হতে ইচ্ছে করে খুব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১১


মাঝে মাঝে পানি হতে ইচ্ছে করে খুব
প্রবলবেগে ভাসিয়ে দিবো দূর সে সাগরে
রহমের ঝর্ণা কিম্বা অসহায় চোখের পানি
সমাজটাকে ধুয়ে মুছে করে দেবো ঠিক ঠাক
চাইলেই যখন তখন পাড়ি দেবো বাধা পেরিয়ে
প্রবেশ করবো সিমানা ছাড়িয়ে অন্দরমহলে
লাগবেনা ভিসা পাসপোর্ট কিম্বা গ্রীনকার্ড
আটকাতে পারবেনা কোন কাঁটাতারের বেড়া
কিম্বা পৃথিবীর কোন পক্ষ্যপাত দূষ্ট আদালত
ইচ্ছে করে সমাজের অন্যয় জুলুম প্রবলবেগে
ভাসিয়ে নিয়ে যায় সব দূর অজনায় ধুয়ে মুছে
পবিত্র করে ফেলি ডাস্টবিন মার্কা এ সমাজকে
স্রোতের সাথে বহে আনা পোলিতে বেড়ে উঠুক
সুজলা সুফলা সবুজ সমাজিক বেষ্টনী সভ্যতা।

ইচ্ছে করে এই অনিয়ম আর অন্যয় ভেঙে
গুড়িয়ে দেয়, ডুবিয়ে দেয় পানির গোভীরে,
ঠিক সেখানে কিছুই ছিলো না সুন সান নিরব
পানিতো খুব শান্ত, এই শান্ত পানি একসময়
ভয়াল রুপ ধারন করে। এ সমাজ পানিকে
শান্তিতে থাকতে দেয়না,গোড়ে তোলে টিপায় মুখ
আর ফারাক্কা বাধ মাঝে মাঝে ভয়াল রুপে
গুঁড়িয়ে দেয় সমাজের সমস্ত শৃংখল সুউচ্চ প্রাসাদ।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ দাদা

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
অনুপ্রাণিত হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.