নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

স্বাগতম ইরান

১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৩

ইরানকে ধন্যবাদ। ইসরায়েলকে দাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য।

হ্যাঁ, ইরানকে হয়তো এর জন্য মাসুল দেওয়া লাগবে। তবে, কোন দেশ অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপে করবে আর সেদেশ বসে থাকবে এটা কখনোই সুখকর হবে না। কারণ, পৃথিবীতে দূর্বলের কোন স্থান নেই। যারা দাত ভাঙা জবাব দিতে পারে তাদেরই সবাই সমিহ করে।

বাংলাদেশের একজন সামরিক বিশ্লেষকের একটা বই পড়েছিলাম, "অপর রাষ্ট্রের কাছ থেকে সম্মানজনক ব্যবহার পেতে শক্তিশালী সামরিক বাহিনীর কোন বিকল্প নেই। "

হ্যাঁ, এটা সত্য বর্তমান সময়ে বিশ্ব অর্থনৈতি, রাজনৈতিক ও সামরিক সর্বক্ষেত্রেই একটা নাজুক অবস্থা। অর্থাৎ বিশ্বে যেকোন সময়ই যেকোন বড় মানুষ্য তৈরী বিপর্যয় নেমে আসতে পারে। তারপরেও জাতি হিসেবে সম্মানের সাথে মাথা উচু করে দাড়ানো সকল জাতিরাষ্ট্রের উচিৎ।

শুভকামনা ইরান।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৫৪

কথামৃত বলেছেন: বলে কয়ে, দিন তারিখ, সময় নির্ধারণ করে, ৫টি দেশ তথা, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য মিলেও হামলা ঠেকাতে পারেনি। মিসাইল ঠিকই ইসরায়েলের ভুমিতে আঘাত হেনেছে।

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইরানের প্রযুক্তি শত্রুকে অতংকে রাখতে সক্ষম। সেটাই মনে হলো।

২| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমরা সুন্নী। ইরানীরা শিয়া।
শিয়াদের সাহস বেশী।
কিন্তু তারা কি খাটি মোমিন?

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই আমি ক্লিয়ার জানিনা। তবে, এটা জানি শিয়াদের মধ্যে ১২টা দল আছে। যারা ভিন্ন ভিন্ন মত পোশন করে। যরা অধিকাংশই ভ্রান্ত।

কিছু শিয়ার আকিদা সুন্নীদের অনেক আকিদার সাথে মিল আছে।

ধন্যবাদ।


আরও বিস্তারিত কোন তথ্য জানা থাকলে, অবগত করে বাধিত করবেন, আশা করি।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৫

অহরহ বলেছেন: ইরানের আল্যার নিশানা ঠিক নাই ভাইয়া। ৯৯% ফেরেস্তার দাঁত ভেঙ্গে দিয়েছে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা দানব IRON DOME.

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার তথ্য সম্পূর্ণ সঠিক নয়।

আইরনডম এখন অকোজো দাদা।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৯

কামাল১৮ বলেছেন: এই যুদ্ধে ক্ষতি ছাড়া কোন লাভ নাই।

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে লাভ লস মিলেই জীবন।

৫| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৬

রাসেল বলেছেন: বর্তমান বিশ্বে, যুদ্ধ একটি ব্যবসা। একটি যুদ্ধের যৌক্তিকতা প্রমাণ করতে ধর্ম, আঞ্চলিকতা, সংস্কৃতি ইত্যাদি ব্যবহার করা হয়। এক্ষেত্রে, কিছু মানুষ বা দেশ মোনাফিক হিসেবে ব্যবহৃত হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

সুন্দর পর্যবেক্ষণ।

৬| ১৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ইরানের কেবল মুখরক্ষা হয়েছে। মিসাইল নিক্ষেপে ইসরায়েলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ক্ষতি যদি না হতো, তবে ইসরায়েল অবশ্যই তার ভিডিও প্রকাশ করতো
ধন্যবাদ

৭| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪১

নতুন বলেছেন: ইরানকে যুদ্ধে টানার জন্য ইসরাইল/আমেরিকা পায়ে পাড়া দিচ্ছে।

যদিও ইরান এটা শোধ দিলাম বলেছে, কিন্তু এটার জবাবে ইসরাইল আবার আক্রমন করলে যুদ্ধ শুরু হলে সবারই ক্ষতি।

বিশ্বের অনেকেই ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে যাচ্ছিলো.... এখন দৃস্টি আবার ঘুরে ইরান-ইসরাইলের দিকে যাবে...

আশা করবো আর কোন প্রানহানী যেন না হয়।.. যুদ্ধে সবচেয়ে বেশি কস্ট করে শিশু,নারীরা...

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আন্তর্জাতিক রাজনৈতির মাঠ বড় কৃটিক্যাল

৮| ১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: দুটো কমেন্ট দেখে রিপ্লাই দিচ্ছিলাম। পরে ভাবলাম একট পোস্ট লিখি এই বিষয়ে, তাই লিখেই ফেললাম।
লিংক:- https://www.somewhereinblog.net/blog/Aflatun_Chowdhury/30360487

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৫:০৫

রানার ব্লগ বলেছেন: আপনি শিয়া না সুন্নি ?

২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি মুসলিম। এটাই আমার পরিচয়।


আপনি হিন্দু না মুসলিম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.