নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পথ হারিয়ে-খুঁজে ফিরি

১৩ ই মে, ২০২৪ রাত ১:৩৩


মনটা ভালো নেই। কার সাথে কথা বলবো বুঝে পাচ্ছি না। বন্ধু সার্কেল কেও বিদেশে আবার কেও বা চাকুরির সুবাদে অনেক দুরে। ছাত্র থাকা কালে মন খারাপ বা সমস্যায় পড়লে কত রকমের পরামর্শ পাওয়া যেতো। ঘুরে আসতাম দূর কোথা থেকে।

এখন মন খারাপ হলেও কেও কাছে ডাকে না। ঘোরা লোক পাওয়া যায় না।

নিজে বড় হয়েছি বলে মনে হয়। কেও নিজের কষ্ট টা দেখেনা। সবাই শুধু নিজের কষ্টের কথায় শুনিয়ে যায়।

মাঝে মাঝে পথ হারিয়ে পথ খুঁজে বেড়ায়। নিজেকে বড় একা মনে হয়।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৪ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
যার কেউ নাই তাঁর আল্লাহ আছেন

১৭ ই মে, ২০২৪ রাত ২:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: আল্লাহুম্মামিন

২| ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময় সবকিছুর উপরেই প্রভাব ফেলে যায়।

১৭ ই মে, ২০২৪ রাত ২:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত দাদা

৩| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:৪৫

নয়ন বিন বাহার বলেছেন: যত বেশি মানুষ চিনবেন তত বেশি একা হয়ে যাবেন।
নিজের সিক্রেট শেয়ার করার মতো বন্ধু থাকাটা জীবনের একটা বড় অর্জন।

১৭ ই মে, ২০২৪ রাত ২:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত ভাই। তবে কাজটা কঠিন

৪| ২৯ শে মে, ২০২৪ রাত ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: এক পথ হারিয়ে যায়, অন্য পথ সামনে চলে আসে। চলার কোন শেষ নেই। যেদিন পথ চলা বন্ধ হয়ে যায়, সেদিন আর এ নিয়ে ভাবনার কোন অবকাশ থাকে না।

চলতে থাকুন, মন ভালো হয়ে যাবে শীঘ্রই।

৩১ শে মে, ২০২৪ বিকাল ৩:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.