নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সনদের শিক্ষা নয় মননের শিক্ষা বিকশিত হোক

১৪ ই জুন, ২০২৪ বিকাল ৩:৩২

দূর্নীতিকে বলা হয় সমাজ বা দেশের ক্যানসার।

আচ্ছা বলুনতোঃ- দূর্নীতির সাথে কারা জড়িত?
ঋণ খেলাপীর সাথে কারা জড়ীত?
টেন্ডারবাজির সাথে কারা জড়িত?

এভাবে আরও অনেক কথা বলা যাবে। আপনিও বলতে পারবেন। উত্তরটা যদি হয় শিক্ষিত মানুষ। সচেতন নাগরিক।
তাহলে আমার আরেকটি প্রশ্ন আছে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি তার উদ্দেশ্য বাস্তবায়নে তাহলে ব্যার্থ?

একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করলে সে চাকুরী ছাড়া অন্য কিছু করতে পারে না। পারে না দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে। আবার, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নেই নৈতিক শিক্ষার বালায়।

একদিকে শিক্ষিত সমাজ ঘুষ দূর্নীতি, ব্যাক ডাকাতি ইত্যাদি বড় বড় দূর্নীতির সাথে জড়িত। অপরদিকে যারা শুধু মাত্র একাডেমি শিক্ষা ও মুখস্থ পড়ালেখায় অভ্যস্ত, তারা চাকুরী পেলে দূর্নীতি করছে। আর চাকুরি না পেলে বাবা মায়ের বেকার সন্তান হিসেবে আত্মপ্রকাশ করছে। জড়িয়ে যাচ্ছে বিভিন্ন সামাজিক অপরাধের সাথে।

তাহলে, শিক্ষা প্রদান ও অর্জনের মাধ্যমে আমাদের দেশ ও জাতির উপকারিতা কি? ট্যাক্সের টাকা খরচ করে কি লাভ হচ্ছে?

সর্বপরি, আমরা আমাদের সন্তানের জন্য তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি?
নৈতিকতা নেই, সমাজিক ও ধর্মীয় মূল্যবধ নেই। দেশ প্রেম নেই। নেই বাস্তব কর্ম জ্ঞান।

একটা দেশ ও জাতির ধ্বংসের জন্য অপরিকল্পিত শিক্ষাব্যবস্থায় যথেষ্ট।

আজ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সনদ বিতরণের কাজে ব্যস্ত। এতো শিক্ষক নিয়োগ ও শিক্ষার অভিনয়ের কি দরকার ছিলো।
কি দরকার ছিলো জনগণের ট্যাক্সের টাকা খরচের?



তাই, শিক্ষা সনদের জন্য নয় মননের হোক

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

কিশোর মাইনু বলেছেন: শিক্ষিত, স্বশিক্ষিত, সুশিক্ষিত।

২০ শে জুন, ২০২৪ রাত ৯:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
সুশিক্ষিত মানুষের আজ বড্ড অভাব।

২| ১৪ ই জুন, ২০২৪ রাত ৮:৪৯

শায়মা বলেছেন: খুবই সুন্দর শিরোনাম। আসলেই সনদের শিক্ষা নয় মননের শিক্ষা বিকশিত হোক......

২০ শে জুন, ২০২৪ রাত ৯:৩৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখলে বেশ কষ্ট লাগে।

এই শিক্ষা ব্যবস্থা ভালো মানুষ তৈরিতে ব্যর্থ হয়েছে। বেনজির আহমেদ পিএইচডি হোল্ডার, অথচ হাজার কোটি টাকা দূর্নীতি করেছে। কি হবে এসব নাম ধারী, ছদ্ম বেশি শিক্ষিত পশু দিয়ে। যাদের কাছে দেশ মাটি ও মানুষের কোন মূল্য নেই।

আজ কোথায় মোরালিটি।

এখন সরকারি কর্মকর্তা দেখলেই মনে হয় বড় বড় চোর ডাকাতের গটফাদার। এসব চোরগুলো দিনে দুপুরে অসহায় মানুষের সুযোগ গ্রহণ করে।

ছি শিক্ষিত কুত্তা গুলো, ছিহ

৩| ১৪ ই জুন, ২০২৪ রাত ১১:০৯

ফিনিক্স পাখির জীবন বলেছেন: মননের শিক্ষাব্যবস্থা বহু আগেই নষ্ট করে দেয়া হয়েছে। শিক্ষকদের ক্রমাগত আর্থিক ও সামাজিক অবমূল্যায়ন করে করে শিক্ষকতা পেশায় এখন আর মেধাবী, ভাল শিক্ষার্থীরা যাচ্ছেন না। পর্যাপ্ত মানসম্পন্ন, মননশীল শিক্ষকই যে দেশে নাই, যে দেশে বাবা-মায়েরাই অসৎ, দুর্নীতি শুরু করেন সন্তানের শিক্ষাজীবনের শুরুতেই ভর্তির সময়, পরীক্ষার সময় প্রশ্ন কিনে দিয়ে, প্রাইভেট পড়ানোর নামে শিক্ষকের মাথা কিনে নিয়ে, সেই দেশে কি করে মননের শিক্ষা হবে?

এখানে সবার সনদের প্রয়োজন। কারন সনদ মানেই যে টাকা! যে বিক্রি করে সে ও টাকা বানায়, যে কিনে, সেও টাকা বানানোর উদ্দেশ্যেই সেটা বিনিয়োগ করে।
মননের জন্য এখন কোন পক্ষই বিনিয়োগ করে না। এসব তো ফালতু, অপ্রয়োজনীয় জিনিস বর্তমান সমাজে।

২০ শে জুন, ২০২৪ রাত ১০:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখজনক। এভাবে চলতে থাকলে দেশ ও জাতি শেষ হয়ে যাবে।

৪| ১৪ ই জুন, ২০২৪ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: শিরোনামে সহমত।

২০ শে জুন, ২০২৪ রাত ১০:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

৫| ১৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৫১

আহলান বলেছেন: যেখানে শিক্ষা ব্যবস্থারই কোন স্থায়িত্ব নেই, সেখানে সনদের শিক্ষা বা মননের শিক্ষা কোনটাই টেকসই হবে না। ও লেভেল এ লেভেল পাশ দিতে কোন সমস্যা নেই....আর আমাদের বেলায় ডিভিশন, জিপিএ, সৃজনশীল, জেএসসি হ্যান ত্যান কত ব্যবসা! এখন আবার চার কোনা, তিন কোনা, গোল্লা, কত্ত রকমের বাহারি ব্যবস্থা! এসবই হলো প্রজেক্টের মাধ্যমে আয় ইনকামের ফন্দি ... মননের শিক্ষা আসবে কোত্থেকে ... হাওয়ায় উড়ে উড়ে ... !

২০ শে জুন, ২০২৪ রাত ১০:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভবুদ্ধির উদয় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.