নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

উত্তম প্রতিদান

২১ শে জুন, ২০২৪ সকাল ৮:১১

মুক্তি যোদ্ধা প্রতি অসম্মান জানানোই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৪ সকাল ১১:২৮

নতুন বলেছেন: যারা মুক্তিযোদ্ধাদের অসন্মান করে তাদের বাংলাদেশী নাগরিকত্ব দেড়ে দেওয়া উচিত।

২১ শে জুন, ২০২৪ সকাল ১১:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

কোথায় কি বলতে হয় এরা বোঝে না।

২| ২১ শে জুন, ২০২৪ বিকাল ৫:৫৪

শাহ আজিজ বলেছেন: কেন , নাতি পূতিরা কি করেছে যে তাদের মাংসের ভাগা দিতে হবে । এভাবেই একদল চরম নির্ভরশীল সমাজ চালু হয়ে গেছে । জামাতিরাও তাই চাইছে যে একদল ভিক্ষুক তৈরি হোক রাষ্ট্রীয় আনুকুল্যে । মুক্তিযোদ্ধাদের বড় একটি অংশ বেচে নেই । তাদের আত্মীয়স্বজনরা যা পারছে তাই লুটে পুটে খাচ্ছে । আর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিনে আরেক দল লাফাচ্ছে বেদম । কেউ না কেউ এগিয়ে আসুক এসব খুলে বলতে । মুক্তিযোদ্ধাদের ছেলে পিলেরা কি খাবে তার চিন্তা সরকারের নয় । এদের দেওয়া সব সহায়তা বন্ধ করে দেওয়া হোক ।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

৩| ২১ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭

কামাল১৮ বলেছেন: তাকে দ্রুত বিচারের আওতায় আনা হোক।তার সকল সরকারী সুযোগ সুবিধা কেড়ে নেয়া হোক।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

এরা সব বেকুব।

৪| ২১ শে জুন, ২০২৪ রাত ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: মুক্তিযুদ্ধা সন্তান পর্যন্ত ঠিক ছিল। এখন মুক্তিযুদ্ধা প্রজন্ম নামে যেটা চালু করছে সেটার দরকার ছিল না।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: সরকার যেটা ভালো মনে করবে সেটাকে সম্মান জানানো সকল নাগরিকের উচিৎ।

৫| ২২ শে জুন, ২০২৪ রাত ২:২৬

আরেফিন৩৩৬ বলেছেন: ভালো কথাই তো বলেছে। আমি নিজে মুক্তিযোদ্ধার সন্তান, দাদাও মুক্তিযোদ্ধা, অতএব নাতিও। তিনি শহীদ মুক্তিযোদ্ধা। আমার চাচা মুক্তিযুদ্ধের কমান্ডার। আমি তীব্র ভাবে গ্রেফতারের নিন্দা জানাই। তার মত প্রকাশ সে করতেই পারে। এগুলো ভালো না লাগলেও সম্মান করতে হবে। না হলে মুক্তিযুদ্ধ বলে কিছু থাকে না।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ২:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

৬| ২২ শে জুন, ২০২৪ রাত ১১:২৬

মৌরি হক দোলা বলেছেন: মুক্তিযোদ্ধা বলতেই শ্রদ্ধেয়। তবে তাঁদের মহান কৃতিত্বের জন্য পরবর্তী সকল প্রজন্মের সবাই সুবিধা পাবে, সেটা অযৌক্তিক। একজন মুক্তিযোদ্ধার নাতি/নাতনির কোটা-সুবিধার বিরোধিতা করা মানে মুক্তিযোদ্ধাকে অসম্মান করা না।

২৩ শে জুন, ২০২৪ দুপুর ২:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বিষয়টি বিস্তর আলোচনার বিষয়। পক্ষে বিপক্ষে অনেক কথা থাকতে পারে। তবে মুক্তি যোদ্ধাদের অসম্মান করা কখনোই উচিৎ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.