নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নতুন যুগে যুক্ত হবে বাংলাদেশ

২৩ শে জুন, ২০২৪ দুপুর ২:০৭

করিডর যদি সুষ্ঠু ট্যাক্স আদায়ের মাধ্যম হয় তবে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।
আর ভারত বাংলাদেশ যদি প্রভু দাসের মতো সম্পর্ক করে তবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য সমনের দিনগুলো হবে বহু চ্যালেঞ্জিং।

ভারত যদি পূর্বের অংগরাজ্য গুলোতে বিদ্রোহী দমনে সেনাবাহিনী ও অস্ত্র বাংলাদেশের করিডোর দিয়ে আদান-প্রদান করে তবে সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হবে এক বিরাট চ্যালেঞ্জ। আসাম ত্রিপুরার বিদ্রোহীদের টার্গেটের বস্তু হতে পারে বাংলাদেশও।

স্বপ্নের পদ্মাসেতু তৈরীতে ব্যবহার হলো চীনা উচ্চ সূদের ঋণ। আর সুবিধা নিবে দাদাবাবু।

শুভকামনা রইল দক্ষিণ এশিয়ার রেল ট্রানজিটের জন্য।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২৪ বিকাল ৩:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকার ওদেরকে শুধু দিয়েই গেলো এক তিস্তা চুক্তিই করতে পারলোনা!

২৩ শে জুন, ২০২৪ বিকাল ৪:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: যা দিলাম তা সারাজীবন মনে রাখবে....

২| ২৩ শে জুন, ২০২৪ বিকাল ৪:৫০

ভুয়া মফিজ বলেছেন: স্বামী-স্ত্রীর সম্পর্কে লেনাদেনার হিসাব রাখা ঠিক না। উজার করে সব দিয়ে দিতে হয়!!!! =p~

২৩ শে জুন, ২০২৪ বিকাল ৫:৩৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: :D :D :D

৩| ২৩ শে জুন, ২০২৪ রাত ৯:১৫

তানভির জুমার বলেছেন: করিডর যদি সুষ্ঠু ট্যাক্স আদায়ের মাধ্যম হয় তবে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

আপনার এই কথার তীব্র আপত্তি করলাম। রোড ট্রানজিট দিয়েছে ভারতের ট্রাক যাতায়ত করে ইহা থেকে ট্যাক্স আদায়ের মাধ্যম বাংলাদেশ কি অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছে? উল্টা এক ইডিয়েট মন্ত্রী বলেছে ভারতের কাছে ট্যাক্স চাওয়া নাকি ছোট লোকির মত।

মোদ্দা কথা হচ্ছে ভারত যেভাবে চাইবে সেভাবেই সবকিছু করবে শেখ হাসিনা। দেশ এবং দেশের মানুষের স্বার্থ কোন চেটের বাল? ভারত শেখ হাসিনা কে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য গত ১৫ বছর ধরে সবকিছুই করতেছে। ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়নি এবং ভবিষৎতেও চাইবে না।

২৩ শে জুন, ২০২৪ রাত ১১:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আমরা জাতীগত ভাবেই একটু অসচেতন।

কিছু বলার নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.