নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আমাদের দেশ মিশ্র জনপদের দেশ। যেমন আবেগ প্রবণ, সহজে সকলে বিশ্বাস করে আপন করে নিতে পারে ঠিক তেমনই, স্বার্থের জন্য বিশ্বাসঘাতকতা করার অসংখ্য নজির আছে এই বাঙ্গালি জনপদের।
তবে বাঙালী জনপদের সবাচেয়ে ভালো দিক হলো এই জনপদ অতিথি পরায়ন, আমুদে, এবং কিছুটা সহজ সরল প্রকৃতির।
তিতুমীর, ইলামিত্র, হাজী শরিয়তুল্লাহ, ক্ষুদিরাম সহ নাম না জানা অনেক বীরের রক্ত স্নাত জনপদ আমাদের বাংলাদেশ।
বৃহত্তর ভারতীয় উপমহাদেশের সবচেয়ে আন্দলন মূখর ছিলো বাংলা জনপদ।
এই জনপদে যেমন বিশ্বাস ঘাতকের রক্ত আছে, তেমনি বীরের রক্তও আছে।
সর্বপরি, এক আজব জনপদ, আমাদের বাংলাদেশ।
দীর্ঘ জীবি হও বাংলাদেশ।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৭
টবগমৃুাপৃসত বলেছেন: Wow, this is a powerful piece about Bangladesh. It captures the complex reality of the country, highlighting both the warmth and hospitality of its people and the Slope Game darker side of betrayal.