নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

জুম্মাবার(ছবি ব্লগ)

০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪১

শুক্রবারকে আরবিতে জুমৃমাবার বলা হয়। জুম্মা বারের অনেক ফজিলত। ইসলামের বিধান মতে এই দিনে। আবার পৃথিবী ধ্বংসও হবে এই দিন অর্থাৎ জুম্মাবার বা শুক্রবার।শুক্রবারের ফজিলত সম্পর্কিত অনেক হাদিস আছে। কিছু ছবি অনলাইনে পেলাম। নিচে তার কিছু শেয়ার করলাম।

জুমুয়ার দিনের করণীয়।

(১) প্রত্যুষে গোসল করা,
(২) পায়ে হেঁটে
(৩) আগেভাগে মসজিদে গমন,
(৪) ইমামের কাছাকাছি অবস্থান,
(৫) চুপ থেকে
(৬) মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ,
(৭) অনর্থক কথা বা কাজে লিপ্ত না হলে প্রতি কদমে একবছরের সিয়াম ও কিয়ামের ফজিলত।
আবু দাউদ: ৩৪৫, সহীহ; তিরমিযি: ৪৯৬, সহীহ; ইবনে মাযাহ: ১০৮৬, সহীহ।

জুমার সালাতের ফজিলত
_________
عن ابي هريرة رضي الله قال قال رسول الله صلى الله عليه وسلم " من توضاء فاحسن الوضوء ثم اتى الجمعة فاستمع وانصت غفر له ما بين الجمعة الى الجمعة وزيادة ثلاثة أيام
ومن مس الحصى فقد لغا" ( ابي داؤد ١٠٥٠) صحيح
অর্থ : হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,যে ব্যক্তি জুময়ার নামাজ আদায়ের জন্য উত্তম ভাবে অজু করে (মসজিদে ) উপস্থিত হয়, অত:পর চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনে, তার ঐ জুময়া হতে পরবর্তী জুময়া পর্যন্ত বরং অতিরিক্ত আরো ৩ দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি পাথর কুচির অপসারণ বা নাড়াচাড়া করলো সে অনর্থক কাজ করলো। (আবু দাউদ হাদিস নং ১০৫০) মান সহীহ।

জুম'আর দিনের অত্যন্ত ফজিলতপূর্ণ ৩ টি আমল সম্পর্কে রিমাইন্ডার।
১) সূরা কাহফ পাঠ করা,
২) অধিক পরিমানে দরূদ শরীফ পাঠ করা,
৩) মাগরিবের পূর্ব মূহুর্তে অর্থাৎ আনুমানিক ২০ মিনিট পূর্বে থেকে দু'আ করা, কারন এই সময়টিতে দু'আ কবুল করা হয়।
আবু দাউদ- ১০৪৮,

কোন ব্যক্তি যদি তার অপর কোন ভাইয়ের জন্য দোয়া করেন।, তবে ফেরেশতারা তার জন্য দোয়া করেন।
জুমুয়ার এই ফজিলত পূর্ণ দিনে সবাই সবার জন্য দোয়া করি।
বিশেষ করে, সকল কবর বাসীর জন্য, বিশ্বের সকল অত্যাচারিত ব্যক্তিগনের জন্য। সকল অসুস্থ ব্যক্তির জন্য।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন,হিফাজত করুন, কবুল করুন তার (আল্লাহর) প্রিয় বান্দাদের মধ্যে। আমিন ইয়া রব

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: জুম্মা মোবারক।

০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: জুম্মা মোবারক

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৩৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

কামাল১৮ বলেছেন: চমকানোর ধরণটা কেমন।এটা কি দৃশ্যমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.