নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ছেলে ধরা

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪

একটা সময় ছেলে ধরার বেশ প্রচলন ছিলো। ছেলে ধরার চক্রটা বেশ সক্রিয় ছিলো। এদের নেটওয়ার্ক ও ছিল অনেক বড়।

রাতে যারা বাহিরে ঘুমাতো বা স্কুলে যাওয়ার সময় বাচ্চাদেরকে উঠিয়ে নেওয়া হতো। অথবা বিকালে খেলার মাঠ থেকে চকলেটের লোভ দেখিয়ে পথ ভুলিয়ে নেওয়া হতো।

বাচ্চা গুলোকে সাধারণত সিমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হতো। এই চক্র শুধু বাচ্চা নয় অনেক সময় যুবতী মেয়েদেরকেও চাকুরির প্রলোভন দেখিয়ে বিদেশে বিক্রয় করে দেয়। যাদের আর ফেরত পাওয়া যায়না।

আমি ভুল না করলে ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত এই চক্রটা বেশ সক্রিয় ছিলো। এরপর অবশ্য বাচ্চা নয় যুবতী মেয়ে পাচার হতো।


সাম্প্রতিক মুনতাহা নামের একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না-

মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি কিন্তু কেউই মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা। মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিদিগ ছুটে বেড়াচ্ছে। উল্লেখ্য আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ ????। ধারণা করা হচ্ছে মুনতাহাকে বাড়ির পাশ থেকে কেউ নিয়ে গিয়েছে।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন। আপনারা মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

শাহ আজিজ বলেছেন: ফেসবুকে অনেকগুলো পোস্ট এসেছে , আশাকরি পাওয়া যাবে ।

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সেই দোয়াই রইলো

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩

নতুন বলেছেন: আশা করি মুনতাহা মায়ের কোলে ফিরে আসবে। সন্তান হারানোর ব্যাথা যেন কোন বাবা মা কে কখনো পেতে না হয়।

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দোয়া রইলো

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৬

ুড়পজসতহমগিু বলেছেন: view this link are a set of fan-made modifications for Incredibox, a popular music-mixing game. These mods introduce unique sound libraries, characters, and visual themes that differ from the original gameplay.

৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৯

আজব লিংকন বলেছেন: এই বাচ্চার বয়স কত? কি ভাবে হারালো? ওর আম্মা আব্বা তখন কই ছিল?

৫| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৭

শায়মা বলেছেন: আহারে বাচ্চাটা!

অনেক অনেক দোয়া যেন ফিরে আসে মায়ের কোলে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.