নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির খেলা সাপলুডু নাহোক

২৪ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮


তৃতীয় বিশ্বের রাজনীতির একটা কমন বাস্তবতা হলো প্রতিহিংসা মূলক রাজনৈতি। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সবচেয়ে বেশি খারাপ।

গঠন মূলক রাজনীতি না হলে সেটা সাপ খেলার মতো হয়ে যায়। যা কখনো কাম্য নয়, কল্যাণকর নয় কারও জন্য।

সবসময় যদি ক্ষমতা হারানোর ভয়ে থাকে, মানুষ সেক্ষেত্রে ক্ষমতায় থাকার সর্টকার্ট রাস্তা খোঁজে। হয়ে ওঠে সৈরাচার। রাজনীতি হয়ে যায় সাপলুডুর খেলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪২

আদিত্য ০১ বলেছেন: এইটা থেকে মনে হয় না বাংলাদেশ বের হতে পারবে, এখন যারা ক্ষমতায় তারাও প্রতিহিংসামূলক কাজ করেই যাচ্ছে, ক্ষমতা এমন লোভী বানায় যেই ক্ষমতায় যায় সে আর ছাড়তে চায় না

২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: গনতন্ত্রহীনতা এর মূল কারন।ভারতে এমনটা কম হয়।মুসলিম সব দেশেই এটা আছে।ইসলামে গনতন্ত্র হারাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.