নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

২০২৫ সালের আগমন

৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩০

পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া একটা বোকা প্রাণীও খুঁজে পাবেন না, যে নিজের মহামূল্যবান আয়ু থেকে একটি বছর হারিয়ে যাওয়াকে আনন্দ ও উল্লাসের সাথে উদযাপন করে।

আল্লাহ সত্যই বলেছেন;
إنَّهُ كَانَ ظَلُومًا جَهُوْلًا
নিশ্চয়ই মানুষ (নিজের প্রতি) বড়ই অবিচারকারী, অপরিণামদর্শী।
[সূরা আল আহযাব, আয়াত : ৭২]


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৫ রাত ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই পোস্টের ধারা আপনি আসলে কী বোঝাতে চাইলেন?

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: থার্টি ফার্স্ট নাইটে আনন্দ উৎসবের নামে যা হয়, আপনি ব্যক্তিগত ভাবে এটা পছন্দ করেন কি না?

২| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৫

আলামিন১০৪ বলেছেন: সাজ্জাদ, আপনার মত বেকুব এই পোস্ট বুঝবে না

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যক্তিগত আক্রমণ না করি।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪২

নতুন বলেছেন: মৃত্যু অবধারীত সেটা এড়াতে পারবে না । তাই বলে জীবিত থাকতেই মারা যাবার কোন দরকার নাই।

জীবনে প্রতিটা সময় সবাইকে নিয়ে ভালো ভাবে বেচে থাকাটাই আসল।

আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্নীয়, প্রতিবেশি সবাইকে নিয়ে বেচে থাকার আনন্দটুকু উপভোগ করুন।

নতুন বছরের সুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনার সাথে আমি একমত।

তবে বর্ষ বরণের নামে যা হয় তাতে আমি বিরক্ত

৪| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: !

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: :D

৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

, ২০২৫ সকাল ১১:১৫০

আলামিন১০৪ বলেছেন: সাজ্জাদ, আপনার মত বেকুব এই পোস্ট বুঝবে না

আপনার মতো বেকুবও কি বুঝতে পেরেছে?

০৩ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই ব্যক্তি আক্রমণ না করে কথা বলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.