নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নারীদের সমান অধিকার দেওয়া উচিৎ

১৯ শে মে, ২০২৫ বিকাল ৩:৩৮

সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার দেওয়া হোক।
শুধু পুরুষই কেনো ইনকাম করবে? নারীরও কি কিছু কম আছে? সেও ইনকাম করবে।
পরিবারের ভার বহিতে গিয়ে পুরুষ জাতী বড় ক্লান্ত। তার বিশ্রাম দরকার।

আজকে দেখলাম, একটা মিছিলে শ্লোগান দেওয়া হচ্ছে তার সারমর্ম এমন "পুরুষ তান্ত্রিক সমাজের খবর দারি মানি না, নারীদের পরিপূর্ণ স্বাধীনতা চাই।" (একবার দেখছি ভাবার্থ তুলেধরলাম মাত্র।)

পুরুষ জাতী বড্ডো বরবর। নারীদেরকে আটকিয়ে রাখে শুধু। এটা মানা যায় না।
অতিদ্রুত মানুষের এই বৈষম্য দূরকরা হোক। নারীপুরুষ সমান অধিকার দেওয়া হোক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৫ বিকাল ৪:২২

জ্যাক স্মিথ বলেছেন: নারী নারী'র জায়গায় আর পুরুষ পুরুষের জায়গায়, কোন মতেই নারীদের প্রতিপক্ষ ভাবা যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.