নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

এই জনপদে ঐক্য প্রতিষ্ঠা বড় প্রয়োজন

২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫২


এই জনপদে ঐক্য তৈরি বড় প্রয়োজন।জাতীয় ঐক্য ছাড়া দেশে উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে? এটাই সবচেয়ে বড় সমস্যা। তার ঘেকেও বড় সমস্যা আমাদের প্রিয় প্রতিবেশী বন্ধু কখনো চাইবেনা আমাদের ঐক্য ও সমৃদ্ধি। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে যদি ঐক্য থাকে দেশ প্রেম থাকে তবে, প্রতিবেশী বন্ধুদের অনেক লস হবে। অনেক কিছুই তারা আর সহজে পাবে না, তাই তার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য যা প্রয়োজন তাই করছে ও করবে। কিনে নিবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের। ফলে জাতি কখনোই তার উদ্দেশ্যে সফল হতে পারবে না।

এাছাড়াও আরও যে সমস্যা চোখে পড়েঃ
বাংলাদেশের স্বাধীনতার মূল প্রেরণা ছিল ঐক্য—ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষার প্রশ্নে আপামর জনগণের সম্মিলিত অবস্থান। কিন্তু স্বাধীনতার বহু বছর পরেও জাতীয় ঐক্য আজ এক গভীর সংকটে নিপতিত। মতাদর্শ, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক বিভাজনের কারণে জাতি ক্রমশ বিভক্ত হচ্ছে।

বাংলাদেশে ঐক্য সংকটের সবচেয়ে বড় কারণ রাজনৈতিক দলান্ধতা। রাজনীতি এখানে আর আদর্শ বা জনকল্যাণকেন্দ্রিক নয়; বরং ক্ষমতা দখলের লড়াইয়ে রূপ নিয়েছে। ভিন্নমতকে সহনশীলভাবে গ্রহণ করার সংস্কৃতি গড়ে না ওঠায় ‘আমরা বনাম তারা’ মানসিকতা প্রকট হয়েছে। ফলে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় ন্যূনতম ঐকমত্যও সম্ভব হচ্ছে না।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ—নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন—নিয়ে জনগণের আস্থার সংকট দীর্ঘদিনের। নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হওয়া, ন্যায়বিচারে বিলম্ব বা পক্ষপাতের অভিযোগ এবং প্রশাসনের রাজনৈতিককরণ মানুষের মধ্যে অবিশ্বাস জন্ম দিয়েছে। এই অবিশ্বাস ঐক্য গঠনের পথে বড় অন্তরায়।ভুল তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানি এই বিভাজনকে আরও তীব্র করে তুলছে।

আইনের সমান প্রয়োগ না হলে সমাজে ক্ষোভ জমে। অপরাধী শাস্তি না পেলে বা প্রভাবশালীরা দায়মুক্তি পেলে সাধারণ মানুষ রাষ্ট্রের ওপর আস্থা হারায়। ন্যায়বিচার ও জবাবদিহির অভাব ঐক্য গঠনের ভিত্তিকে দুর্বল করে।

ধনী-দরিদ্র বৈষম্য, অঞ্চলভিত্তিক উন্নয়নের অসমতা এবং তরুণদের কর্মসংস্থানের সংকট সামাজিক অসন্তোষ সৃষ্টি করে।

সর্বপরি, সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণ যোগ্য একজন জাতীয় নেতা খুব বেশি প্রয়োজন আজ।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: স্বাধীনতার মূল প্রেরণা ছিল ঐক্য—ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষা
..............................................................................................
আপনি কোন সময়ে বাস করছেন তা অত্যন্ত জরূরী
আপনাকে যদি এখন বাবর সম্রাটের দরবারে পাঠায়ে দেয়া যেত
তাহলে কেমন ঘটত ???
বা বৃটিশ ক্লাইভ লর্ড এর দরবারে !
আপনি আপনার সমসাময়িক লোকজনকে প্রস্তুত করেছেন সঠিক
গন্তব্যে অগ্রসর হবার জন্য ?
নিজ দ্বায়িত্বটুকু আগে পালন করুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.