নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে নিয়ে বলার কিছু পাই না

আবু নাসের মোহম্মদ রেজা

"এই শহর জানে আমার প্রথম সবকিছু । পালাতে চাই, তবু সে আসে পিছু পিছু...... "

আবু নাসের মোহম্মদ রেজা › বিস্তারিত পোস্টঃ

একটি শীতের সকাল এবং বাংলার শ্বাশত রূপ

০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:৫১

কখনো হেটেছেন গ্রামের মেঠো পথে, শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে কিংবা সকালে? সূর্যটা সবে উঠলো বা উঠি উঠি করছে ঠিক এরকম একটি মুহুর্তে? রাস্তার দুপাশে সারি সারি গাছের মাঝে উকি দেয়া সূর্য? কিংবা ফসলের মাঠে কুয়াশা একপ্রস্থ চাদর?



[img|http://media.somewhereinblog.net/images/thumbs/nilakash30_1230921902_1-IMG_3252.jpg



































থেমে থাকে না মানুষের জীবন :















তারপর সকালের ঝলমলে রোদ্দুরে :











মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:০৯

রাহা বলেছেন: ছবি গুলো কি আপনার তোলা?
সুন্দর হইছে ।

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৭

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: অবশ্যই আমার তোলা এবং আমার গ্রাম।

২| ০৩ রা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২৭

আগুন পাখি বলেছেন: ভাইরে, মন খারাপকরা একটা পোষ্ট দিলেন। কতদিন দেখিনা এই অপরূপ সৌন্দর্য। গ্রামের বাড়ি ভোরবেলা শীতের সকালের যে একটা মিষ্টি গন্ধ, তা অনেকদিন অনুভব করিনা। শিশির ভেঁজা ঘাসের উপর দিয়ে খালি পায়ে হেটে চলা.. সে এক অন্য রকম ফিলিংস।

এইবার দেশে শীতটা কি একটু বেশী পরেছে?

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৯

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: আসলেই অসধারন এক অনুভুতি...বাতাসে ভেজা মাটির সোদা গন্ধ.. শীত অন্যান্য বারের তুলনায় কমই পড়ছে এবার..

৩| ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৪

ইমন জুবায়ের বলেছেন: +
khob valo laglo.

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫০

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৭

ইন্ডিয়ানা জোন্স বলেছেন: এহহহহ ... দেখেই মনে হচ্ছে সিলেট চলে গেছি.... কেমন জানি চেনা চেনা লাগে.... থ্যংস ব্রো...

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: আসলে এই সুন্দর সমগ্র বাংলাদেশের যেকোন গ্রামের। আর সেজন্যই বাংলার শ্বাশত রূপ। ছবিগুলো তোলা আমার গ্রাম থেকে, লক্ষীপুর জেলার মান্দারী গ্রাম।

৫| ০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৩৬

ইমন জুবায়ের বলেছেন: খুব খুব ভালো লাগল। ধন্যবাদ। আরও এ ধরনের ছবি চাই।

০৩ রা জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৪

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: ধন্যবাদ ইমন ভাই...এরকম উৎসাহ পেলেতো অবশ্যই দিবো। :)

৬| ২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

স্বাতী রেজা বলেছেন: আমার অনেক দিনের একটা ইেচছ্‌... এরকম একটা মেঠেপথ ধরে হটে গিয়ে, ছোটো একটা চায়ের দোকানে বসে চা খাবো.।ছবিগুলো দেখে সে ইেচছ টা আরো বেড়ে গেলো।

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৮

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: তাই বুঝি? কিন্তু একা একা চা খেতে কি ভালো লাগবে? সাথে প্রিয় কাউকে নিলে ভাল হয় না !! :)

৭| ২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:২৭

হুমায়রা হারুন বলেছেন: ছবিগুলো অসাধারণ।
এরকম আরো ছবি চাই। একটা ফটো এলবাম বানানো যাবে!

২৭ শে মে, ২০০৯ রাত ১২:৩৩

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: চেষ্টা করি ভালো লাগা মুহুর্তগুলো ধরে রাখতে... :)

৮| ২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:৩০

রুমমা বলেছেন: আমাকে সাথে নিলেও তো পারতেন তাইনা.।

৯| ২৭ শে মে, ২০০৯ রাত ১২:৩৪

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: মনে থাকবে...সামনের শীতে !!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.