![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ফিরে পেয়েছি,
আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ
অতঃপর বিদায়
ক্ষণিকের আসা যাওয়ায়
রেখে গেলে পদ চিহ্ন,
কিছু ধুলোবালি নিশ্চিহ্ন হলো ঘাসফুল
আহত হল বাসনার হৃদয় ।
পুড়ে ফেললাম সব চিরকুট
হয়ে গেল ছাই সাথে আপ্লুত আবে্গ,
অতঃপর বিদায়,
সত্যি কি তাই…
হয়ত সত্যি...
আর কত কাল থাকব পরে
মোহনার পাশে ,
পাথর বেশে ।
আমিও চাই ধরতে নদীর হাত
ভালোবেসে ,
জোছ্না রাতে।
বুনো ফুল নিয়ে,
আছি অনাদি কালের অপেক্ষাতে......
মনে রেখে -
তুমি আসবে বলে কথা দিয়েছিলে।
©somewhere in net ltd.