![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কত কাল থাকব পরে
মোহনার পাশে ,
পাথর বেশে ।
আমিও চাই ধরতে নদীর হাত
ভালোবেসে ,
জোছ্না রাতে।
বুনো ফুল নিয়ে,
আছি অনাদি কালের অপেক্ষাতে......
মনে রেখে -
তুমি আসবে বলে কথা দিয়েছিলে।
©somewhere in net ltd.