| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোলাগাময়
তুমি বলতেই আমার পৃথিবী,
কি নির্মম সত্যিটা এতকাল
লুকিয়ে ছিল অনুভূতির গহ্বরে।
অদ্ভুত রকম এক ব্যথা
জুড়ে ছিল এই বুকে,
বলোলাগাময় হাহাকার।
এক শূন্যতার নিঃশ্বাস ছিল,
ছন্দপতন হতো বারংবার।
তুমি বলতেই প্রেম—
ভালো লাগা, কামনায় ডুব,
অদ্ভুত মুগ্ধতার ছোঁয়া,
নিমিষেই হারিয়ে যাওয়া।
বড্ড বেকায়দায় ফেলে দাও,
আমি হারাই অচেনায়,
অজানায়, কী হচ্ছে—এসব ছিল প্রশ্ন।
উত্তর মেলাতে পারিনি,
শুধু বুঝতাম—
তুমি, তুমি,
আর তুমি।
হয়ে যাক শেষ, দরকার নাই কিছুর,
শুধু তুমি।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর।