নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল বনসাই

শূন্য আমি

নীল বনসাই › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগাময়

১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:০০

ভালোলাগাময়

তুমি বলতেই আমার পৃথিবী,
কি নির্মম সত্যিটা এতকাল
লুকিয়ে ছিল অনুভূতির গহ্বরে।
অদ্ভুত রকম এক ব্যথা
জুড়ে ছিল এই বুকে,
বলোলাগাময় হাহাকার।
এক শূন্যতার নিঃশ্বাস ছিল,
ছন্দপতন হতো বারংবার।
তুমি বলতেই প্রেম—
ভালো লাগা, কামনায় ডুব,
অদ্ভুত মুগ্ধতার ছোঁয়া,
নিমিষেই হারিয়ে যাওয়া।
বড্ড বেকায়দায় ফেলে দাও,
আমি হারাই অচেনায়,
অজানায়, কী হচ্ছে—এসব ছিল প্রশ্ন।
উত্তর মেলাতে পারিনি,
শুধু বুঝতাম—
তুমি, তুমি,
আর তুমি।
হয়ে যাক শেষ, দরকার নাই কিছুর,
শুধু তুমি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.