নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পুতুল, পুতুলদের কোন বয়স থাকে না।

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

ঋফায রহমান

Sun will forget to shine, Stars will forger to bright, But I will not forget you.. নটরডেম কলেজে পড়ছি। ২য় বর্ষ। বিজ্ঞান বিভাগ। জন্ম ২রা জুন, ১৯৯২। জন্মস্থান রাজশাহী জেলার মিশন হাসপাতাল।

ঋফায রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।

আছে সে নয়ন তারায়,

আলোক ধারায় তাই না হারায়।

ওগো তাই দেখি তাই যেথায় সেথায় বাতায়নে।

ওদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।



আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা।।

শোনা হলনা হলনা,

আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি,

শুনি তাহার বাণী আপন গানে।



কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দ্বারে দ্বারে।।

দেখা মেলেনা মেলেনা।

তোরা আয়রে ধেয়ে দ্যাখরে চেয়ে।।

আমার বুকে,

ওরে দ্যাখরে আমার দুই নয়নে।



প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে।









ইউটিউব লিঙ্ক এখানে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.