![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদের সাথে আমার গল্প করা।
এমনি করে আমার রাত ফুরাবে।
শুভ্র আলোয় সূর্যের দেখা ওই আকাশপানে
কখনো যদি দক্ষিণা হাওয়া আমায় ভাসিয়ে নিয়ে যায় ।
সে হাওয়ায় ভেসে যাব আমি
ফিরবো আপনও নীড়ে শ্রাবণ ও দিনে।
জোছনায় ভিজবো আমি।
এমনি করে আমার জীবন প্রদীপ নিভে যাবে একদিন ।।
©somewhere in net ltd.