![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মধ্য রাতে খোজে পাই আকাশের ঠিকানা
দূর গ্রহের ভিন্ন কোন আলোর সন্ধান
আমি অনন্ত আধারে মিশে যেতে থাকি
আর ক্রমাগত চিৎকার করে বলি
আমার নিঃসঙ্গতা,
আমার আহাজারি,
হায় এমনি করেই যদি অসময়ে ব্রহ্মচারী হয়ে যাই
তবে হাজার তারার মেলার আয়োজন করবে কে?
আজ অন্ধকারে হাতড়ে খোজি স্মৃতির পায়রা,
চেনা কন্ঠস্বর।
আজ শুধু স্তব্ধতা দিয়েই বুক ভরাই
অনন্ত দহনে জ্বলি
আর শুধু চিৎকার করে বলি
ভালো আছি,
আমি খুব ভালো আছি।
©somewhere in net ltd.