নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার অবিশ্বাসে আমার কোন রাগ নেই আছে কষ্টের সীমাহীন গভীরতা,,,,,,,

nilkabba

nilkabba › বিস্তারিত পোস্টঃ

জীবনকাহন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

জীবনের অসমাপ্ত কিছু প্রশ্ন
কিছু কিছু বিতৃষ্ণা-হাপিত্যেশ
তা না হলেতো জীবন পরিপূর্ণতা পেতোনা
অজানা আশঙ্কা অভা,অনটন
এ সবি জীবনের কিছু সত্য উৎঘাটন

অতীত হলো জীবনের চরম সত্য
এর পরও কিছু শূন্যতা থেকেই যায়
যার নাম না পাওয়ার বেদনা

এমনি হাজারো প্রশ্ন
হাজারো অজানা উত্তর
কষ্টের তীব্র দহন
না ফেলা চোখের জল
এ সবই জীবনের সাজানো রচনা
এ সব হয়েই যায়
ঘটে যায় জীবনের অলীক কল্পনায়
আমরা শুধু পারি বারবার
এর পুনরাবৃত্ত করতে
জীবন দর্শন, অবাস্তব স্বপ্ন
এ সবি জীবনের অবিচ্ছেদ্য অংশ ।

কষ্ট কান্না হাসি
এতো আমাদের জীবনের উপঢৌকন মাত্র
সবি তো ফুরিয়ে যায়
শেষ হয়ে যায়
না দেখার আগেই

এ সব নিয়ে আমাদের জীবনটাকে
সাজাতে হয় না
তা যে সাজানো নাটক
আমরা তো অভিনয়ে অভিনয়ে
জীবন টাকে কাটিয়ে দিই মাত্র

যারা সফল যারা নিঃস্ব
সবাই তো একই সুতার ঘুড়ি
একই বাঁধনের শিকল
অদৃশ্য কোন এক বাস্তবতার ছবি
আমরা কেউ একে চাইলেও
পারিনা এড়াতে
পারিনা ভালোবাসা বা হতাশা থেকে বেরুতে
জীবন নাটকের
গল্প থেকে।।।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.