![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি তোমার কথায় পেয়ে যাব
সকল সুখের অাস্বাদ
অামি তোমার সুখে ভুলে যাব
অামার দুঃখের বিস্বাদ
অামি তোমায় নিয়ে ভালোবাসার
ঘর বেধেঁছি দূরে
অামি তোমায় নিয়ে যাব সেথা
পঙ্খীরাজে চড়ে
অামার হিয়ায় বইছে যে অাজ
সুখের চড়া বাতাস
অামি তোমায় অাজি ঘুম পাড়াব
আমার ভালোবাসায়
তুমি সূর্য রঙা শাড়ী পড়ে
আসবে যখন কাছে
অামি দেখব চেয়ে বিভোর চোখে
হাসবে তখন সবে
আমি তোমার খোপায় গাঁথবো তখন
উদয় পদ্মের মালা
তুমি দেখবে চেয়ে অবাক চোখে
হবে দিশেহারা
আমি কেমন করে জানাই তোমায়
জন্মদিনে আজি
আজ ভালবাসার জয় হয়েছে
জয় করেছি সবি।।।
©somewhere in net ltd.