![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন শুরু হয়
নব আনন্দে উদ্বেলিত থাকে
অচেনা সুখ।
উদাসী উপমায় হারানো কান্নাগুলো
নতুনের সুবাসে ঢাকা পরে যায়।
হৃদয়ের খরচে কষ্ট,
ক্রমাগত দিশেহারা হয়ে
অদম্য নৃত্যে মশগুল থাকে।
নতুনের মহিমায় আহত দুঃখগুলো
বিলাপ করে পুরোনো উঠোনে।
ভেঁজা স্যাঁতস্যাঁতে গলিপথে
উকি মারে অচেনা চোখ,
নোনা জলে তৃষিত মরুভূমি
দিকবেদিক খোঁজে ফিরে
বেহায়া ভালোবাসা।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৩
nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ,,,,,,সুন্দর হোক আপনার আগামী দিনগুলো
২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৬
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: যখন শুরু হয়
নব আনন্দে উদ্বেলিত থাকে
অচেনা সুখ।
তাই শুরুর মত, বর্তমান, ভবিষ্যত সব সময়ই নতুন হউক। নতুন স্বাদে পেতে চাই।
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৯
nilkabba বলেছেন: অসংখ্য ধন্যবাদ,,,,খুব সুন্দর অভিব্যক্তি,,,,, পুরোনোকে ঝেরে তাই বাজাই নতুনের ডামাডোল,, ,
৩| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৯
তাওহীদ৭১তমাল বলেছেন: ভাল
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩২
nilkabba বলেছেন: অফুরন্ত শুভেচ্ছা,,,,
৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩১
nilkabba বলেছেন: ধন্যবাদ,,,,,
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে