![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ভাসতে ভাসতে যাব বল কোন জলে?
আজ হাসতে হাসতে যাব চলে অচীন পুরে।
দূর আকাশের দূর নীলিমায়,
আপণ মনের অাপণ কোনায়
যা চেয়েছি তাই পেয়েছি
কষ্টতো নেই বুকে -
ভাসতে ভাসতে তাই যাব আজ
অচীন পুরের দেশে।
ভাসতে ভাসতে তাই যাব আজ
অন্য কোন গ্রহে,
অন্য আকাশ অন্য নীলে
ভাসব হাওয়ায় দোলে।
তবুও আজ বুকের কোনে
খামচি মেরে ধরে,
নষ্ট আমার এই সীমানা
বন্দী আছে সেলে।
ভাসতে ভাসতে তাই যাব আজ
অন্য কোন ছায়ায়
অন্য কারো ঘ্রাণ নেব আজ
বুকের অতল গুহায়।
তবুও আজ নীরব ছায়া
গন্ধ বিলায় আমায় -
অতল মনের অতল ছায়ায়
ডাক দিয়ে যায় আমায়।
ভাসতে ভাসতে তাই যাব আজ
গহীন আধার দেশে
নীরব রাতে ডাকবে না কেউ
আমায় ভালোবেসে,,,,,,
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৯
nilkabba বলেছেন: ধন্যবা,,শুভ কামনা রইল,,,
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩০
নেয়ামুল নাহিদ বলেছেন: ভালো লিখেছেন।