![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা তুমি কি জান বেদনার সংজ্ঞা?
কবিতার কৈশরে বেদনার আত্নঘাতী,
নির্ভেজাল ভালবাসা ছিল
তবে কেন বেদনার সংঙ্গে লড়াই?
আজ এখানে অভিনীত হবে
একক ভালবাসার উৎসব,
স্রেফ তোমাকে ভোলার চেষ্টায় এ উৎসব,
নিজেকে নিয়ে এ উৎসব নয়
এ উৎসব বেদনার সংঙ্গে বাঁচার,
প্রণয়ের শেষ প্রহরে -
তুমিও ছিলে আমিও ছিলাম
ভালবাসা বিসর্জন দিলাম
একাকী উৎসবে।।
০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৭
nilkabba বলেছেন: বিসর্জন যদি অসাধারন না হয়,,,,তবে সে বিসর্জন মূল্যহীন,,,, ধন্যবাদ,,,,অবিরত ভালো থাকার শুভেচ্ছা।
২| ০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: তুমিও ছিলে আমিও ছিলাম
ভালবাসা বিসর্জন দিলাম
ভালবাসাকে বিসর্জন দিবেন না
একে শক্ত করে হৃদয়ে
ধারণ করে রাখুন
আখেরে ভাল
ফল দিবে ।
শুভেচ্ছা রইল ।
৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৩
nilkabba বলেছেন: সবাই কি সব পায়?
সবার কি সব আছে?
পাওয়া আর না পাওয়া মাসুষের মাঝে কিস্তর পার্থক্য একে দেয়,,,,,ধন্যবাদ,,,শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫১
নোমান প্রধান বলেছেন: অসাধারণ বিসর্জন